বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে সিনিয়র স্টাফ নার্সের ভাইভার তারিখ ঘোষণা
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ১৮ ডিসেম্বর হবে এ পরীক্ষা। গত মঙ্গলবার বিএসএমএমইউয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। সুপার স্পেশালাইজড হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স নিয়োগে গত ১৭ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। গত ১৭ নভেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ৬৮৪ জন নার্স নির্বাচিত হন।
বিজ্ঞপ্তিতে সময় ও রোল নম্বর অনুযায়ী নির্ধারিত স্থানে প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলোা–
১. লিখিত পরীক্ষার মূল প্রবেশপত্র।
২. সব শিক্ষাগত যোগ্যতার মূল সনদ।
৩. বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ।
৪. জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনের সনদ।
৫. চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র।
৬. ‘মুক্তিযোদ্ধা পোষ্য’ প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত সনদ (বয়স প্রমাণের জন্য)।
৭. অভিজ্ঞতা ও ট্রেনিংয়ের সনদ (যদি থাকে)।
সব সনদের এক সেট ফটোকপি ও দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত) মৌখিক পরীক্ষা শুরু হওয়ার আগে জমা দিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন