কারিগরিতেও পাসের হার ও জিপিএ-৫ কমেছে
কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ২০২৩ সালের এইচএসসি (ভোকেশনাল, বিএম, ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষায় পাসের হার ৯১ দশমিক ২৫। যা গতবার ছিল ৯৪ দশমিক ৪১ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৯৭৭ জন। গতবার পেয়েছিলেন ৭ হাজার ১০৪ জন। অর্থাৎ পাসের হার ও জিপিএ-৫ উভয় সূচক কমেছে। আজ রোববার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
এবার কারিগরিতে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৯ হাজার ৮৫৯ জন। এর মধ্যে পাস করেছেন ১ লাখ ৩৬ হাজার ৭৫১ জন। ছাত্র ৯৬ হাজার ৬৪৪ এবং ছাত্রী ৪০ হাজার ১০৭ জন।
এর আগে আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হয়। দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষামন্ত্রীর এ সংবাদ সম্মেলন হয়েছে।
গত ১৭ আগস্ট শুরু হয়েছিল এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। অবশ্য প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা কিছুদিন পর শুরু হয়েছিল। এবার পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী একটি ছাড়া সব বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হয়েছে। শুধু তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা শেষ সময়ে এসে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।