বাক্যগুলো পড়ো, অশুদ্ধকে শুদ্ধ করো

এইচএসসি পরীক্ষাফাইল ছবি

বাংলা ২য় পত্র: ব্যাকরণ

# নিচের বাক্য শুদ্ধ করে লেখো।

অশুদ্ধ: আমাদের উচিত নহে উন্নতির পথে কুঠারাঘাত করা।

শুদ্ধ: উন্নতির মূলে কুঠারাঘাত করা আমাদের উচিত নয়।

অশুদ্ধ: আমার আর বাঁচিবার স্বাদ নেই।

শুদ্ধ: আমার আর বাঁচার স্বাদ নেই।

অশুদ্ধ: আমার এ পুস্তকের কোনো

আবশ্যক নেই।

শুদ্ধ: আমার এ পুস্তকের কোনো

আবশ্যকতা নেই।

অশুদ্ধ: আমার এ কাজে মনোযোগীতা নেই।

শুদ্ধ: আমার এ কাজে মনোযোগ নেই।

অশুদ্ধ: আজকালকার মেয়েগুলো যেমন মুখরা তেমন বিদ্বানও বটে।

শুদ্ধ: আজকালকার মেয়েগুলো যেমন মুখরা তেমন বিদুষী বটে।

অশুদ্ধ: আমি তোমাকে অন্তরের অন্তঃস্থল হতে ধন্যবাদ দিলাম।

শুদ্ধ: আমি তোমাকে অন্তস্তল হতে ধন্যবাদ জানালাম।

অশুদ্ধ: আমি তোমার কাছে কৃতজ্ঞতা রইলাম।

শুদ্ধ: আমি তোমার নিকট কৃতজ্ঞ রইলাম।

অশুদ্ধ: আমি আপনার জ্ঞাতার্থে এই সংবাদ লিখলাম।

শুদ্ধ: আমি আপনার অবগতির জন্য (বা আপনাকে জ্ঞাপনার্থে) এই সংবাদ লিখলাম।

অশুদ্ধ: আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি।

শুদ্ধ: আমি এ ঘটনা স্বচক্ষে দেখেছি/আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি।

অশুদ্ধ: আমি ও আমার চাচা ঢাকা গিয়েছিলাম।

শুদ্ধ: আমার চাচা ও আমি ঢাকা গিয়েছিলাম।

অশুদ্ধ: আমি সন্তোষ হলাম।

শুদ্ধ: আমি সন্তুষ্ট হলাম।

অশুদ্ধ: আমি সাক্ষী দিব না।

শুদ্ধ: আমি সাক্ষ্য দেব না।

অশুদ্ধ: আমি গীতাঞ্জলী পড়েছি।

শুদ্ধ: আমি গীতাঞ্জলি পড়েছি।

অশুদ্ধ: আমি, তুমি ও তিনি আজ বাগানে যাবেন।

শুদ্ধ: তুমি, তিনি ও আমি আজ বাগানে যাব।

  • মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক
    রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা