জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছেপ্রথম আলো ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। ফলাফলে মেরিট লিস্টের পরিবর্তে ছেলে ও মেয়েদের আলাদা ফল প্রকাশ করা হয়েছে। এবার ‘সি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ৯৩ জন ছাত্র এবং ১১২ জন ছাত্রী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন
আরও পড়ুন

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ; চারুকলা বিভাগভুক্ত সি-১ ইউনিট; গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগভুক্ত এ ইউনিটের পরীক্ষার ফলাফল গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে।

ভর্তি পরীক্ষার ফলাফলসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন
আরও পড়ুন