বাউবির এসএসসি ফলাফল পুনর্নিরীক্ষণ, পুনঃপরীক্ষা ফি জমাদান ও ফলাফল সংশোধনের জরুরি নির্দেশনা
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসি পরীক্ষা-২০২৫ সালের ফলাফল পুনর্নিরীক্ষণ, পুনঃপরীক্ষায় অংশগ্রহণের জন্য পুনঃপরীক্ষা ফি জমাদান ও ফলাফল সংশোধনের তারিখ ঘোষণা করেছে। ঘোষিত সময়সূচি অনুসারে ওয়েব আইডি-তে লগইন করে অনলাইনে আবেদন করতে হবে। বাউবির এক নোটিশ এ কথাগুলো বলা হয়েছে।
১.
ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদনের শেষ তারিখ: ১৩ আগস্ট ২০২৫।
২.
পুনঃপরীক্ষায় অংশগ্রহণের জন্য ‘পুনঃপরীক্ষা ফি’ জমাদানের জন্য আবেদনের শেষ তারিখ: ২৪ আগস্ট ২০২৫।
৩.
ফলাফল সংশোধনের জন্য আবেদনের শেষ তারিখ: ২১ আগস্ট ২০২৫।
দরকারি তথ্য—
১. নির্ধারিত তারিখের পর ওয়েবসাইটে কোনো আবেদন ‘সাবমিট’ করা যাবে না।
২. পুনঃপরীক্ষা অংশগ্রহণের জন্য ফি প্রতি বিষয়ের জন্য ১০০ টাকা হারে পরিশোধ করতে হবে।
৩. পুনঃপরীক্ষা ফি জমাদানের প্রমাণক (Transaction ID) শিক্ষার্থী নিজে সংরক্ষণ করবেন।
৪. যেসব শিক্ষার্থী ফলাফল পুনর্নিরীক্ষা করাতে ইচ্ছুক তাদের ‘অনলাইনে’ আবেদন করতে হবে।
৫. ফলাফল পুনর্নিরীক্ষা ফি প্রতি বিষয়ের জন্য ৫০০ টাকা হারে প্রদান করতে হবে।
৬. ফলাফল সংশোধনের জন্য অভিযোগের একটি প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। পরে অভিযোগ ‘আইডি’ ও ‘স্টুডেন্ট আইডি’ দিয়ে ওপরের ওয়েবসাইটে অভিযোগের উত্তর জানা যাবে।
বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.bou.ac.bd