অলিম্পিয়াডের মঞ্চে বাংলাদেশ

>
২০১৭ সালে আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াডে রৌপ্যপদক পেয়েছিলেন তাওসিফ আহসান,২০১৮ সালে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক পেয়েছেন আহমেদ জাওয়াদ চৌধুরী, এ বছর আন্তর্জাতিক আর্থ সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট অলিম্পিয়াডে দলগতভাবে স্বর্ণপদক পেয়েছিলেন রুদাইবা আদনীনা, গত দুই বছরে রোবটিকস অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পদক পেয়েছে কাজী মোস্তাহিদ লাবিব, এ বছর আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে রৌপ্যপদক পেয়েছে কাজী তাসফিয়া, পরপর দুই বছর আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জপদক পেয়েছেন অদ্বিতীয় নাগ
২০১৭ সালে আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াডে রৌপ্যপদক পেয়েছিলেন তাওসিফ আহসান,২০১৮ সালে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক পেয়েছেন আহমেদ জাওয়াদ চৌধুরী, এ বছর আন্তর্জাতিক আর্থ সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট অলিম্পিয়াডে দলগতভাবে স্বর্ণপদক পেয়েছিলেন রুদাইবা আদনীনা, গত দুই বছরে রোবটিকস অলিম্পিয়াডে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পদক পেয়েছে কাজী মোস্তাহিদ লাবিব, এ বছর আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে রৌপ্যপদক পেয়েছে কাজী তাসফিয়া, পরপর দুই বছর আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে ব্রোঞ্জপদক পেয়েছেন অদ্বিতীয় নাগ
শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিকভাবে সারা বছর ধরেই আয়োজিত হয় বিভিন্ন অলিম্পিয়াড। অলিম্পিয়াডে অংশ নেওয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এরই মধ্যে বাংলাদেশের অনেক তরুণ পৌঁছে গেছেন পড়ালেখা, গবেষণা বা পেশাজীবনের একটি সম্মানজনক অবস্থানে। এ বছর বিভিন্ন আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের ফলাফল মন্দ ছিল না। কদিন পরেই শুরু হচ্ছে একটা নতুন বছর। ২০২০ সালে আন্তর্জাতিক অলিম্পিয়াডগুলোতে ভালো ফল করে আমরা কি সারা বিশ্বকে চমকে দিতে পারি? বিভিন্ন অলিম্পিয়াডের খোঁজ জানাচ্ছেন আলিমুজ্জামান

গণিত অলিম্পিয়াড

কী থাকে প্রশ্নে

জ্যামিতি, বীজগণিত, সংখ্যাতত্ত্ব, গণনাতত্ত্ব নিয়ে লিখিত প্রশ্ন। ধাপ ভেদে প্রশ্নের সংখ্যা বাড়ে-কমে।

কারা অংশগ্রহণ করে

প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি—এই চার বিভাগে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারে।

কীভাবে অংশ নিতে হয়

নিজ নিজ বিভাগীয়/জেলায় প্রথম আলো কার্যালয়ে নিবন্ধন করে ‘বাছাই পর্বে’ অংশ নিতে হয়। এরপর ধাপে ধাপে আসে আঞ্চলিক ও জাতীয় পর্ব। এখান থেকে নির্বাচিতদের নিয়ে আয়োজন করা হয় কয়েক ধাপের আবাসিক ক্যাম্প। সেখানে চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে বাছাই করা হয় আন্তর্জাতিক দল।

বাংলাদেশের সর্বশেষ ফলাফল

৪টি সম্মানজনক পদক ও ১টি ব্রোঞ্জ পদক (২০১৯)।

বিস্তারিত জানা যাবে কোথায়

বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইট (www.matholympiad.org.bd), ফেসবুক পেজ (facebook.com/BdMOC) ও ফেসবুক গ্রুপ (facebook.com/groups/BdMOC)।

অনুশীলন করার পথ

নিজ নিজ ক্যাটাগরির পাঠ্যবইসহ বিভিন্ন বই থেকে সমস্যা সমাধানের চর্চা করতে হবে। বইয়ের তালিকা পাওয়া যাবে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে।

আন্তর্জাতিকে দলের সদস্য

৬ জন

আন্তর্জাতিকে অংশ নেয়

১১২টি দেশ।

পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড

কী থাকে প্রশ্নে

পদার্থবিজ্ঞানের মৌলিক বিষয়, মেকানিকস, ইলেকট্রো ম্যাগনেটিকস।

কারা অংশগ্রহণ করে

এ, বি ও সি—এই তিন বিভাগে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারে।

কীভাবে অংশ নিতে হয়

পত্রিকায় বিজ্ঞাপন, বাংলাদেশ পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডের ওয়েবসাইট ও তাদের ফেসবুক পেজে বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে নিবন্ধন করে আঞ্চলিক পর্ব ও জাতীয় পর্বে অংশগ্রহণ করতে হয়। এখান থেকে নির্বাচিতদের নিয়ে আয়োজন করা হয় কয়েক ধাপের আবাসিক ক্যাম্প। সেখানে চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে বাছাই করা হয় আন্তর্জাতিক দল।

বাংলাদেশের সর্বশেষ ফলাফল

৪টি ব্রোঞ্জ পদক (২০১৮)

বিস্তারিত জানা যাবে কোথায়

বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের অফিশিয়াল ওয়েবসাইট (bdpho. org), ফেসবুক পেজ (facebook.com/BdPhO/) ও গ্রুপ (facebook.com/groups/210962432287837)

অনুশীলন করার পথ

বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের অফিশিয়াল ওয়েবসাইটে (bdpho. org) পাওয়া যাবে প্রয়োজনীয় বইয়ের নাম এবং পুরোনো সমস্যা ও সমাধান।

আন্তর্জাতিকে দলের সদস্য

৫ জন

আন্তর্জাতিকে অংশ নেয়

৭৮টি দেশ।

জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড

কী থাকে প্রশ্নে

পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান।

কারা অংশগ্রহণ করে

অনূর্ধ্ব ১৫ বছর বয়সের শিক্ষার্থীরা।

কীভাবে অংশ নিতে হয়

নির্ধারিত সময়ে আঞ্চলিক পর্বের জন্য নিবন্ধন করতে হয়। এরপর ধাপে ধাপে জাতীয় পর্ব ও ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ মেলে। এ ছাড়া সবার জন্য উন্মুক্ত থাকে ই-অলিম্পিয়াড।

বাংলাদেশের সর্বশেষ ফলাফল

৪টি রৌপ্যপদক ও ২টি ব্রোঞ্জ পদক (২০১৯)

বিস্তারিত জানা যাবে কোথায়

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের অফিশিয়াল ওয়েবসাইটে (bdjso.org) ও তাদের ফেসবুক পেজে (facebook.com/bdjso)।

অনুশীলন করার পথ

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের অফিশিয়াল ওয়েবসাইটে (bdjso.org) প্রয়োজনীয় বইয়ের তালিকা, সিলেবাস, আগের বছরগুলোর প্রশ্ন ও সমাধান পাওয়া যাবে।

আন্তর্জাতিকে দলের সদস্য

৬ জন

আন্তর্জাতিকে অংশ নেয়

৭০টি দেশ।

রোবটিকস অলিম্পিয়াড

কী থাকে প্রশ্নে

রোবটিকসের মেকানিক্যাল দিক, গাণিতিক সমস্যা বিশ্লেষণসহ হাতে-কলমে রোবট বানাতে হয়।

কারা অংশগ্রহণ করে

অনূর্ধ্ব ১৮ বছরের শিক্ষার্থীরা।

কীভাবে অংশ নিতে হয়

বিভাগীয় পর্যায়ে আঞ্চলিক পর্বে অংশগ্রহণের মধ্য দিয়ে জাতীয় পর্বে থাকার সুযোগ পায় শিক্ষার্থীরা। এরপর কয়েকটি ক্যাম্প থেকে বাছাই করা হয় আন্তর্জাতিক দল।

বাংলাদেশের সর্বশেষ ফলাফল

১টি স্বর্ণ, ২টি রৌপ্য, ৬টি ব্রোঞ্জ ও ১টি কারিগরি পদক (২০১৯)

বিস্তারিত জানা যাবে কোথায়

আন্তর্জাতিক রোবটিকস অলিম্পিয়াডের ওয়েবসাইট (www.iroc.org), ফেসবুক পেজ (facebook.com/BdRobotOlympiad/) ও গ্রুপ (facebook.com/groups/ 1807908572687836 /)।

অনুশীলন করার পথ

নিয়মাবলি ও কর্মশালার খোঁজ পাওয়া যাবে বাংলাদেশ রোবটিকস অলিম্পিয়াডের ফেসবুক পেজ (facebook.com/BdRobotOlympiad/) ও গ্রুপে (facebook.com/groups/ 1807908572687836/)।

আন্তর্জাতিকে দলের সদস্য

১৫ জন

আন্তর্জাতিকে অংশ নেয়

১৫টি দেশ।

ইনফরমেটিকস অলিম্পিয়াড

কী থাকে প্রশ্নে

কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে বিশ্লেষণধর্মী গাণিতিক সমস্যা সমাধান, সি/সি++ প্রোগ্রামিং ভাষা।

কারা অংশগ্রহণ করে

২০ বছরের কমবয়সী হাইস্কুল ও কলেজপড়ুয়া শিক্ষার্থী।

কীভাবে অংশ নিতে হয়

অনলাইন নিবন্ধনের মাধ্যমে অংশ নিতে হয় বিভাগীয় পর্যায়ে। সেখান থেকে সেরা দলগুলো জাতীয় আয়োজনে (বিডিওআই) সুযোগ পায়। বিডিওআইয়ের ফলাফল, বিভিন্ন বাছাই পরীক্ষা এবং অনলাইনে বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতায় ফলাফলের ভিত্তিতে বাছাই করা হয় সেরা ৪ জন প্রতিযোগীকে।

বাংলাদেশের সর্বশেষ ফলাফল

৩টি ব্রোঞ্জ (২০১৯)

বিস্তারিত জানা যাবে কোথায়

অনুষ্ঠান–সম্পর্কিত বিস্তারিত জানা যাবে বিডিআইওর অফিশিয়াল ওয়েবসাইট (olympiad.org.bd) ও ফেসবুক পেজে (facebook.com/BdOIOfficial)।

অনুশীলন করার পথ

কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে গাণিতিক সমস্যা সমাধানের অনুশীলন করতে হবে। গণিতের মৌলিক বিষয়গুলো চর্চা করতে হবে। এ ছাড়া প্রয়োজনীয় আরও টিউটোরিয়াল, বইয়ের নাম পাওয়া যাবে বিডিআইওর ওয়েবসাইটে (olympiad.org.bd)। এ–সংক্রান্ত অসংখ্য তথ্য-উপাত্ত এখন ইন্টারনেটে পাওয়া যায়।

আন্তর্জাতিকে দলের সদস্য

৪ জন।

আন্তর্জাতিকে অংশ নেয়

৮৩টি দেশ।

আর্থ অলিম্পিয়াড

কী থাকে প্রশ্নে

ভূতত্ত্ব, আবহাওয়াবিজ্ঞান, সমুদ্রবিদ্যা, ভূকেন্দ্রীয় জ্যোতির্বিজ্ঞান এবং পরিবেশবিজ্ঞান।

কারা অংশগ্রহণ করে

অনূর্ধ্ব ১৮ বছর বয়সের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীরা।

কীভাবে অংশ নিতে হয়

বিভাগীয় পর্যায়ে অনলাইন নিবন্ধনের মাধ্যমে প্রাথমিক বাছাই হয়। এই পর্বে বিজয়ীরা নির্বাচিত হয় জাতীয় পর্বের জন্য। জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে কয়েক ধাপের ক্যাম্প শেষে নির্বাচন করা হয় আন্তর্জাতিক দলের সদস্য।

বাংলাদেশের সর্বশেষ ফলাফল

১টি ব্রোঞ্জ ও ৩টি স্বর্ণপদক (২০১৯)

বিস্তারিত জানা যাবে কোথায়

আয়োজনের খবরাখবর ও প্রয়োজনীয় বইপত্র পাওয়া যাবে ন্যাশনাল আর্থ সায়েন্স অলিম্পিয়াডের ওয়েবসাইট byei.org/neo ঠিকানায়। এ ছাড়া চোখ রাখতে পারেন ন্যাশনাল আর্থ সায়েন্স অলিম্পিয়াডের ফেসবুক পেজে (facebook.com/EarthOlympiad)।

অনুশীলন করার পথ

অনুশীলনের জন্য প্রয়োজনীয় বইপত্র পাওয়া যাবে ন্যাশনাল আর্থ সায়েন্স অলিম্পিয়াডের ওয়েবসাইট byei.org/neo–এ। এ ছাড়া পূর্ববর্তী সমস্যার সমাধান ও পরামর্শ পাওয়া যাবে ন্যাশনাল আর্থ সায়েন্স অলিম্পিয়াডের ফেসবুক পেজে (www.facebook.com/EarthOlympiad)।

আন্তর্জাতিকে দলের সদস্য

৪ জন।

আন্তর্জাতিকে অংশ নেয়

৪৩টি দেশ।

জীববিজ্ঞান অলিম্পিয়াড

কী থাকে প্রশ্নে

কোষতত্ত্ব ও প্রাণরসায়ন, উদ্ভিদ অঙ্গসংস্থান ও শারীরতত্ত্ব, প্রাণী অঙ্গসংস্থান ও শারীরতত্ত্ব, জিনতত্ত্ব ও জৈব অভিব্যক্তি, প্রাণী আচরণবিদ্যা, বাস্তুসংস্থান, বায়োসিস্টেমেটিকস ও বায়োইনফরমেটিকস

কারা অংশগ্রহণ করে

২০ বছরের কম বয়সী ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

কীভাবে অংশ নিতে হয়

অনলাইন নিবন্ধনের মাধ্যমে আঞ্চলিক পর্যায়ে উত্তীর্ণ হলে পরবর্তী ধাপ, অর্থাৎ জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাওয়া যায়। এভাবে মোট পাঁচটি ধাপে উত্তীর্ণ হয়ে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নেওয়ার সুযোগ মেলে। উল্লেখ্য, প্রথম তিনটি ধাপ শুধু তত্ত্বীয়, চতুর্থ ধাপ (জাতীয় বায়োক্যাম্প) শুধু ব্যবহারিক এবং পঞ্চম ধাপ (বর্ধিত বায়োক্যাম্প) হলো তত্ত্বীয় ও ব্যবহারিকের সমন্বয়।

বাংলাদেশের সর্বশেষ ফলাফল

৩টি ব্রোঞ্জ পদক (২০১৯)

বিস্তারিত জানা যাবে কোথায়

বায়োলজি অলিম্পিয়াডের অফিশিয়াল ওয়েবসাইট (www.borg), ফেসবুক পেজ (www.facebook.com/borg) ও ফেসবুক গ্রুপ (www.facebook.com/groups/bmail)।

অনুশীলন করার পথ

পাঠ্যবইয়ের পাশাপাশি জাতীয় বা তার পরবর্তী পর্যায়ের জন্য ক্যাম্পবেল বায়োলজিসহ বিভিন্ন উচ্চতর পাঠ্যবই অনুসরণ করতে হবে। প্রস্তুতির জন্য আরও বইয়ের তালিকা ও বিগত বছরগুলোর সমস্যা ও সমাধান পাওয়া যাবে বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াডের অফিশিয়াল ওয়েবসাইটে (www.bdbo.org)।

আন্তর্জাতিকে দলের সদস্য

৪ জন

আন্তর্জাতিকে অংশ নেয়

৭২টি দেশ।