আমেরিকার স্কুলে এখন থেকে দীপাবলিতে ছুটি
আমেরিকার স্কুলে এ বছর থেকে দীপাবলির ছুটি থাকবে। নিউইয়র্ক শহরের শিক্ষাপ্রতিষ্ঠানে দীপাবলির ছুটির বিষয়টি ঘোষণা দিয়েছেন ওই শহরের মেয়র এরিক অ্যাডামস।
নিউইয়র্ক টাইমের খবরে বলা হয়েছে, আলোর এ উৎসব প্রতিবছর বিপুল সমারোহে পালিত হয় বিশ্বের অনেক শহরে। নিউইয়র্কে দীপাবলিতে স্কুল ছুটির বিষয়ে চাওয়া ছিল অনেক দিনের। সেই চাওয়া পূর্ণতা পেল। দীপাবলিতে ছুটির ঘোষণাকে স্থানীয় পরিবারের জয় বলে উল্লেখ করেছেন এরিক। এই বছরে দীপাবলি আগামী ১২ নভেম্বর পড়েছে। ওই দিন রোববার, সাপ্তাহিক ছুটির দিন। তাই ২০২৪ সালে প্রথমবারের মতো দীপাবলিতে স্কুল ছুটির দিন নির্ধারণ করা হয়েছে।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেন, ‘আমরা এখন বলছি যে নিউইয়র্ক সবার জন্য। আপনি কোথা থেকে এসেছেন এটা কোনো ব্যাপার নয়।’ এরিক অ্যাডামস এক টুইটে সবাইকে দীপাবলির অগ্রিম শুভেচ্ছাও জানিয়েছেন।
এর আগে নিউইয়র্কে মুসলিমদের দুই উৎসবেও ছুটি ঘোষণা করা হয়েছিল।
সনাতন ধর্মাবলম্বীরা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পূজার্চনা ও অনুষ্ঠানাদি সহযোগে শ্যামাপূজা ও দীপাবলি উদ্যাপন করেন। কালীপূজা নামে বেশি পরিচিত এ পূজা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এটি। দীপাবলি হচ্ছে অন্ধকার বিদূরিত করার লক্ষ্যে আলোর উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের কাছে শ্যামা হচ্ছেন অশুভ শক্তির বিনাশকারী মাতৃরূপিণী দেবী। তাদের বিশ্বাস, সব অন্ধকার দূর করে শ্যামা মা জগতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করবেন।