১৬ চিকিৎসক পদন্নোতি পেয়ে হলেন অধ্যাপক

স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠান ও ইনস্টিটিউটে কর্মরত ১৬ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে পদোন্নতির এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৭ ডিসেম্বরের মধ্যে তাঁদের যোগদানপত্র স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার ই–মেইলে ([email protected]) পাঠাতে হবে।

পদন্নোতি পেয়ে অধ্যাপক হওয়া চিকিৎসকদের তালিকা দেখুন.pdf

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এস.এস.বি) সুপারিশের পরিপ্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত নিম্নবর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতনস্কেল ২০১৫–এর গ্রেড-৩ টাকা ৫৬,৫০০-৭৪,৪০০/- বেতনক্রমে নামের পাশে বর্ণিত বিষয়ে অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হলো। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা পদোন্নতির অব্যাবহিত পূর্বের পদ ও কর্মস্থলে (ইনসিটু) কর্মরত থাকবেন।’

আরও পড়ুন