প্রথমবার এআই প্রশিক্ষণ পাচ্ছেন ৬০ শিক্ষক, দেখুন তালিকা

ছবি: প্রথম আলো

শিক্ষকদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–বিষয়ক প্রশিক্ষণ দিতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রথমে ধাপে দুই ব্যাচে দেশের ৬০ শিক্ষককে এ প্রশিক্ষণ দেওয়া হবে। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাওয়া শিক্ষকদের সেই তালিকা প্রকাশ করেছে মাউশি। গতকাল বুধবার মাউশির অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং এর আওতাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী অনলাইন ও পাঁচ দিনব্যাপী অফলাইন এআই–বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণকারী বিভিন্ন সরকারি কলেজের শিক্ষা ক্যাডার শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে। দুই ব্যাচে ৩০ জন করে মোট ৬০ জন শিক্ষক এআই প্রশিক্ষণ পাবেন।

আরও পড়ুন

অনলাইনে প্রথম ও দ্বিতীয় দুই ব্যাচের প্রশিক্ষণ ২১ জানুয়ারি থেকে সকাল ৯টায় শুরু হবে। প্রশিক্ষণ চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। প্রথম ব্যাচের অফলাইনে প্রশিক্ষণ শুরু হবে আগামী ৪ ফেব্রুয়ারি। এ প্রশিক্ষণ চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

**প্রশিক্ষণে সুযোগ পাওয়া শিক্ষকদের তালিকা দেখুন প্রথম ব্যাচ দ্বিতীয় ব্যাচ।

আরও পড়ুন
আরও পড়ুন