ভারতে মানবিকের শিক্ষার্থীদের কম্পিউটার সায়েন্সে পড়ার সুযোগ

ছবি: এএফপি

ভারতে এখন মানবিক ও সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থীদের কম্পিউটার সায়েন্স বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগ পাচ্ছেন। এ কোর্সটি চালু করেছে হায়দরাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি। উচ্চমাধ্যমিকে যাঁরা মানবিক ও সামাজিক বিজ্ঞানে পড়েছেন ও গণিতে ভালো নম্বর পেয়েছেন, তাঁরা এ কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

এ দ্বৈত ডিগ্রি কোর্সে কম্পিউটার সায়েন্সে বিটেক (ব্যাচেলর অব টেকনোলজি) ও কম্পিউটেশনাল ন্যাচারাল সায়েন্সেস (সিএনএস) বা কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিকস অথবা কম্পিউটিং ও হিউম্যান সায়েন্সেসে (সিএইচএস) গবেষণার ভিত্তিতে বিজ্ঞানে স্নাতকোত্তর করার সুযোগ দেওয়া হবে মানবিক ও সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থীদের।

সিএনএস প্রোগ্রামের জন্য শিক্ষার্থীকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে ন্যূনতম ৯০ শতাংশ নম্বর পেতে হবে। সিএইচএস প্রোগ্রামের জন্য ন্যূনতম যোগ্যতা গণিতে কমপক্ষে ৮৫ শতাংশ নম্বর পাওয়ার পাশাপাশি ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, অর্থনীতি, ইংরেজি ঐচ্ছিক বা সমাজতত্ত্ব—এ বিষয়ের যেকোনো একটি থাকতে হবে।

আরও পড়ুন

পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে বাছাই করা আবেদনকারীদের সরাসরি সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো গণিতে নির্দিষ্ট নম্বর পাওয়ার এ পূর্বশর্ত দিয়ে স্ট্যান্ডার্ড গণিতকেই বোঝানো হচ্ছে, যেখানে ক্যালকুলাসও অন্তর্ভুক্ত আছে; ব্যবসায় বা বাণিজ্যে পড়ানো গণিত নয়।

আইআইআইটিএইচের পরিচালক পিজে নারায়ণ টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘কম্পিউটার সায়েন্স বা কম্পিউটিংয়ে স্নাতকেরা মূলত এমন সব সিস্টেম ও টুল তৈরি করেন, যাঁরা প্রযুক্তিতে দক্ষ নন—এমন মানুষেরাই ব্যবহার করেন। মানবিক ও সামাজিক বিজ্ঞানের সঙ্গে কম্পিউটার সায়েন্সের কৌশল ও মাধ্যম (টুলস) যোগ করলে মানবিক বিজ্ঞানের বিশেষজ্ঞদের কাজ, সৃজনশীলতা ও আবিষ্কারের দক্ষতা অন্য উচ্চতায় পৌঁছাবে।’

তথ্যসূত্র: টাইম অব ইন্ডিয়া

আরও পড়ুন