ভারতে উচ্চশিক্ষায় বাড়ছে মুসলমান শিক্ষার্থী ও শিক্ষক, রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী

ভারতে মুসলমান শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে। শিক্ষার্থীদের সঙ্গে বেড়েছে মুসলমান শিক্ষক–শিক্ষিকাদের সংখ্যাও। ভারতের রাজ্যসভায় গতকাল বুধবার এক প্রশ্নের জবাবে দেশটির কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার এক পরিসংখ্যান তুলে ধরে এ কথা জানান। ভারতের ২০২০–২১ শিক্ষাবর্ষের উচ্চশিক্ষাসংক্রান্ত অল ইন্ডিয়া সার্ভের তথ্য উল্লেখ করে রাজ্যসভায় সুভাষ সরকার এ কথা জানান বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।

শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ২০১৬-১৭ শিক্ষাবর্ষের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে মুসলমান শিক্ষার্থীদের নাম অন্তর্ভুক্ত ছিল ১৭ লাখ ৩৯ হাজার। সেই সংখ্যা ২০২০-২১ শিক্ষাবর্ষে এসে দাঁড়িয়েছে ১৯ লাখ ২২ হাজারে। শুধু শিক্ষার্থী নয়, বেড়েছে মুসলমান শিক্ষক–শিক্ষিকার সংখ্যাও। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভারতে শিক্ষক ছিলেন ৬৭ হাজার ২১৫ জন।

২০২০-২১ শিক্ষাবর্ষে এসে মুসলমান শিক্ষক–শিক্ষিকার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৬ হাজার ৩১৪ জনে।

আরও পড়ুন

শিক্ষা প্রতিমন্ত্রী দাবি করেন, নরেন্দ্র মোদি সরকারের বিভিন্ন উদ্যোগ ও প্রকল্পের ফলে মুসলমান শিক্ষার্থীরা উচ্চশিক্ষা লাভে উৎসাহিত হয়েছেন।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, কেন্দ্রের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রণালয় দেশের সংখ্যালঘুদের উন্নয়নে তিনটি প্রকল্প চালু করেছে। বৌদ্ধ, খ্রিষ্টান, জৈন, মুসলমান, শিখ ও জরথুষ্ট্রীয়রা এই তিন প্রকল্পের সুবিধা পাবেন।

আরও পড়ুন

এদিকে হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়েছে, এসব পরিসংখ্যানের পরও বাস্তবে ভারতে মুসলমান শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়ার হার খুব একটা কম নয়। কারণ, মেয়েদের মতো ছেলেদেরও উচ্চশিক্ষার সুযোগ খুবই কম। এর প্রভাব পড়ছে মুসলিম সমাজে। সাক্ষরতার পাশাপাশি শিক্ষার অগ্রগতিতে পিছিয়ে আছেন তাঁরা। একই পরিসংখ্যানের তথ্য বলছে, স্কুল থেকে ঝরে পড়ার হার ১৮ দশমিক ৯৬। সেখানে মুসলমান শিক্ষার্থীদের মধ্যে ঝরে পড়ার এ হার ২৩ দশমিক ১।

আরও পড়ুন
আরও পড়ুন