সাধারণত নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর শিক্ষার্থীদের যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে মাস্টার্সে পড়াশোনা করার সুযোগ করে দেয় কমনওয়েলথ বৃত্তি।
ফাইল ছবি

কমনওয়েলথ দিচ্ছে মাস্টার্স বৃত্তি (স্কলারশিপ)। সাধারণত নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর শিক্ষার্থীদের যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে মাস্টার্সে পড়াশোনা করার সুযোগ করে দেয় কমনওয়েলথ বৃত্তি। ২০২৩ সালের জন্য কমনওয়েলথ বৃত্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিটি দেশের জন্য আলাদা মনোনীত প্রতিষ্ঠান আছে। কয়েকটি ধাপ পেরিয়ে প্রার্থীরা চূড়ান্তভাবে এ বৃত্তির জন্য নির্বাচিত হয়ে থাকেন।

আরও পড়ুন

সুইজারল্যান্ডের লুজন ইউনিভার্সিটিতে পড়াশোনা, মাসে ২ লাখ টাকার সঙ্গে অন্য সুবিধা

কমনওয়েলথ মাস্টার্স বৃত্তিতে যে যে সুবিধা মিলবে

*যুক্তরাজ্য যাতায়াতের বিমানের টিকিট;
*টিউশন ফি দিতে হবে না;
*থাকার খরচ হিসেবে মাসে ১ হাজার ৩৪৭ পাউন্ড। আর কেউ লন্ডন মেট্রোপলিটন এলাকায় থাকলে পাবেন ১ হাজার ৬৫২ পাউন্ড;
*প্রয়োজনমতো গরম কাপড় কেনার অর্থ;
*শিক্ষাসফরের খরচ;
*শিক্ষার্থীর যদি ১৬ বছরের কম বয়সী শিশু থাকে তবে প্রথম শিশুর জন্য মাসে ৫৬৭ দশমিক ৬১ পাউন্ড। ২য় ও ৩য় শিশুর ক্ষেত্রে মাসে ১৪৩ পাউন্ড পাবেন।

আরও পড়ুন

ফ্রান্সের আইফেল এক্সিলেন্স স্কলারশিপ, মাসে ১৪০০ ইউরো–বিমান টিকিট–স্বাস্থ্য বিমা–আবাসন

ফাইল ছবি

আবেদনকারীর যোগ্যতাসমূহ

*কমনওয়েলথভুক্ত দেশসমূহের নাগরিক হতে হবে।
*সেপ্টেম্বর ২০২৪–এ মাস্টার্সের শিক্ষাবর্ষ শুরুর জন্য প্রস্তুত হতে হবে।
*২০২৪ সালের মধ্যে অনার্স বা মাস্টার্স সম্পন্ন করতে হবে। দ্বিতীয় মাস্টার্স করার ক্ষেত্রে কারণ দর্শাতে হবে।
*এ স্কলারশিপ ছাড়া যুক্তরাজ্য পড়ার সামর্থ্য নেই।
*প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে।

আরও পড়ুন

সিঙ্গাপুরে ৫ বিশ্ববিদ্যালয়ে বৃত্তি, মাসে ২২০০ সিঙ্গাপুরি ডলারের সঙ্গে আবাসন-টিউশন ফ্রি

কমনওয়েলথ মাস্টার্স প্রোগ্রাম ২০২৪/২০২৫–এ আবেদন শুরু হয়েছে ৫ সেপ্টেম্বর থেকে। আবেদন জমার শেষ দিন ১৭ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৪টা। দেশের মনোনীত প্রতিষ্ঠানে আবেদন করতে হবে। মাস্টার্সে আবেদনের জন্য দুটি মনোনীত প্রতিষ্ঠান রয়েছে।

**কমনওয়েলথ মাস্টার্স প্রোগ্রামের বিস্তারিত দেখুন এখানে

আরও পড়ুন

অস্ট্রিয়ায় হেলমুট ভেইথ স্কলারশিপ, বিনা বেতনের সঙ্গে বছরে ৬ হাজার ইউরো