১ জানুয়ারিতেই বই উৎসব: দীপু মনি
জানুয়ারি মাসের ১ তারিখ বই উৎসব হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, ‘আগামী জানুয়ারি মাসের ১ তারিখে আমাদের বই উৎসব হবে। উৎসব করার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।’ গতকাল বুধবার চাঁদপুর শহরের কদমতলায় মন্ত্রীর বাসবভনের সামনে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনকালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেন, নির্বাচনের মনোনয়ন বোর্ড যাকেই মনোনয়ন দেবে, দেশের যে এলাকায় দেবে, সেই নৌকার প্রার্থীর পক্ষে আওয়ামী লীগের সব নেতা-কর্মী ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে। মন্ত্রী বলেন, তারা নৌকার বিজয় যেমন নিশ্চিত করবে এবং দলীয় ঐক্যকে আরও সুদৃঢ় করার প্রত্যাশা করেন, ‘আমরা চাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক এবং উৎসবমুখর পরিবেশে একটি নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। যাতে করে ভোটাররা আগামী দিনে দেশ পরিচালনার জন্য তাঁদের দল পছন্দ করতে পারেন।’
শিক্ষামন্ত্রী বলেন, এমনিতে আওয়ামী লীগ দেশের প্রাচীন বড় রাজনৈতিক দল। আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে সব সময় নির্বাচন করেছে এবং করবে। যখন প্রয়োজন হয়েছে জোটবদ্ধ নির্বাচন করেছে। মন্ত্রী আরও বলেন, ‘আমাদের জোট সব সময় আদর্শিক জোট হয়েছে। কখনো কখনো আমরা নির্বাচনী জোট করেছি।
আমাদের মনোনয়ন নির্ধারণ করার কাজ শেষে হলে বোঝা যাবে আমরা কি জোটবদ্ধ কিংবা জোট ছাড়া নির্বাচন করব। কারণ, তখন বোঝা যাবে কোন দল বেশি শক্তিশালী।’