র্যাগিং রোধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন উদ্যোগ বিশেষ দল
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ঘিরে উঠছে নানা প্রশ্ন। উঠছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে র্যাগিং নিয়ে নানান অভিযোগ। র্যাগিং রুখতে এবার কুইক রেসপন্স টিম তৈরির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের অ্যান্টির্যাগিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। র্যাগিংয়ের মতো কোনো ঘটনা ঘটছে কি না, তা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গেও কথা বলবে কমিটি।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, বিশেষ এই দল বিশ্ববিদ্যালয়ে দুই কিলোমিটার এলাকার মধ্যে থাকবে। ক্যাম্পাস এবং ছাত্রাবাসে কোনো রকম অপ্রীতিকর কিছু ঘটলে দ্রুত পদক্ষেপ নেবে দলটি। গতকালের বৈঠকে সিসি ক্যামেরা বসানো নিয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। বৈঠকে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধানেরা।
এদিকে একটি চিঠি দিয়ে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা ও পদক্ষেপ জানতে চেয়েছে দেশটির বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
৯ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ছাত্রাবাসে তিনতলার বারান্দা থেকে এক শিক্ষার্থী নিচে পড়ে যান বলে দাবি করা হয়। পরের দিন ভোরে নদীয়ার ওই ছাত্রের মৃত্যু হয়। র্যাগিংয়ের কারণে ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে তাঁর পরিবার। থানায় অভিযোগ করা হয়। এ ঘটনায় প্রাক্তন এবং বর্তমান মিলিয়ে মোট ১৩ শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।