দেশের বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানে কর্মরত ১৪৬ চিকিৎসককে উচ্চশিক্ষা গ্রহণে প্রেষণ (শিক্ষাছুটি) মঞ্জুর করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার জারি করা একাধিক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, চিকিৎসকদের নামের পাশে বর্ণিত কোর্স ও মেয়াদে অধ্যয়নের জন্য নিম্নোক্ত শর্তে নির্দেশক্রমে প্রেষণ মঞ্জুর করা হলো। প্রেষণকালে সংশ্লিষ্ট চিকিৎসকেরা চিকিৎসা–সেবা অব্যাহত রাখবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রেষণকালীন চিকিৎসক স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ করা হলো। এ সময়ের জন্য তাঁরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে বেতন-ভাতাদি গ্রহণ করবেন। তাঁরা স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসে বিধি মোতাবেক মুভ-ইন ও মুভ-আউট হবেন।’