কিউএস ইউরোপ-সেরা র‌্যাঙ্কিং, শীর্ষ দশে ৭ বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের

বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে বৈশ্বিক র‌্যাঙ্কিং যে যে সংস্থা করে, তাদের অন্যতম যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস)। এই শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান প্রথমবারের মতো ইউরোপের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি তালিকা প্রকাশ করেছে। তালিকায় ইউরোপের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ ১০টির মধ্য ৭টি যুক্তরাজ্যের।

বুধবার (২০ সেপ্টেম্বর) ২০২৪ সালের ইউরোপের সেরা ৬৮৮টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করে কিউএস র‌্যাঙ্কিং। এ তালিকায় ইউরোপের ৫টি অঞ্চলকে আলাদাভাবে র‌্যাঙ্কিং করে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এগিয়ে যুক্তরাজ্য। দেশটির ১৫ দশমিক ৫ শতাংশ বিশ্ববিদ্যালয় আছে তালিকায়। এরপর তুরস্ক (১০ দশমিক ৬ শতাংশ), জার্মানি (৭ দশমিক ৮ শতাংশ), ইতালি (৭ দশমিক ৫ শতাংশ), ফ্রান্স (৭ দশমিক ২ শতাংশ), স্পেন (৬ দশমিক ৪ শতাংশ), পোল্যান্ড (৪ দশমিক ৮ শতাংশ) ও ইউক্রেন (৪ দশমিক ৮ শতাংশ) বিশ্ববিদ্যালয় আছে তালিকায়।

১২টি ক্যাটাগরির স্কোর ধরে এবারের তালিকা করা হয়েছে। একাডেমিক রেপুটেশন ৩০ শতাংশ, এম্পোপ্লোয়ার রেপুটেশন ১৫ শতাংশ, সিটেশন পার পেপার ১০ শতাংশ, পেপার্স পার ফ্যাকাল্টি ৫ শতাংশ, আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক ১০ শতাংশ, এমপ্লয়মেন্ট আউটকামস ৫ শতাংশ, ফ্যাকাল্টি স্টুডেন্ট রেশিও ৫ শতাংশ, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডাইভারসিটি ৫ শতাংশ, ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি রেশিও ৫ শতাংশ, ইনবাউন্ড এক্সচেঞ্জ স্টুডেন্ট রেশিও ২ দশমিক ৫ শতাংশ, আউটবাউন্ড এক্সচেঞ্জ স্টুডেন্ট রেশিও ২ দশমিক ৫ শতাংশ এবং সাসস্টেইনেব্লটি স্কোর ৫ শতাংশ। এসব স্কোর যোগ করেই তালিকা করা হয়েছে।

আরও পড়ুন

মোট ১০০ স্কোরের মধ্যে ১০০ নিয়ে তালিকার শীর্ষে আছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এরপর ৯৯ দশমিক ৪ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে সুইজারল্যান্ডের জুরিখের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘ইটিএইচ জুরিখ’। ৯৮ দশমিক ৭ স্কোর নিয়ে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় আছে তৃতীয় স্থানে।

বাকি বিশ্ববিদ্যালয়গুলো লন্ডনের ইম্পেরিয়াল কলেজ (স্কোর ৯৭ দশমিক ৬); লন্ডনের ইউসিএল (স্কোর ৯৭ দশমিক ৫); যুক্তরাজ্যের এডিনবার্গ বিশ্ববিদ্যালয় (স্কোর ৯৬ দশমিক ৫); প্যারিসের পিএসএল ইউনিভার্সিটি (স্কোর ৯৬ দশমিক ২); যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় (স্কোর ৯৪ দশমিক ৬); সুইজারল্যান্ডের ইপিএফএল (স্কোর ৯৩ দশমিক ২) ও কিংস কলেজ লন্ডন (স্কোর ৯৩ দশমিক ১)।

এবার পূর্ব ইউরোপ, পশ্চিম ইউরোপ, উত্তর ইউরোপ, দক্ষিণ ইউরোপ এবং পশ্চিম এশিয়ার অঞ্চলের জন্য আলাদাভাবে র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন