বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণে ইউজিসি চেয়ারম্যান
বাইরের দেশের শিক্ষকেরা বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অনেক মেধাবী
তরুণ প্রজন্মকে ভবিষ্যতের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে দক্ষ ও সুশিক্ষিত করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মূল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মুহাম্মদ আলমগীর। গতকাল সোমবার ইউজিসি অডিটরিয়ামে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ২৯তম বনিয়াদি প্রশিক্ষণে সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, বাইরের দেশের শিক্ষকেরা বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অনেক মেধাবী। যথাযথ দিকনির্দেশনা প্রদান করা হলে তারা অনেক ভালো করবে।
দেশের ২০ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০ জন নবীন শিক্ষক মাসব্যাপী বনিয়াদি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট (জিটিআই) এ প্রশিক্ষণের আয়োজন করে। ইউজিসি সচিব ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্বব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার মোখলেছুর রহমান বিশেষ অতিথির বক্তব্য দেন।
অনুষ্ঠানে অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেন, বাইরের দেশের শিক্ষকেরা বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা অনেক মেধাবী। যথাযথ দিকনির্দেশনা প্রদান করা হলে তারা অনেক ভালো করবে। কাজেই শিক্ষকদের মেন্টরের ভূমিকা অবতীর্ণ হতে হবে। কেবল শিক্ষকেরাই পারেন শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালনা করতে। চতুর্থ শিল্পবিপ্লব ও কোভিডের কারণে বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ও শিক্ষাদান পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন হয়েছে। এ জন্য দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা বেড়েছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষককে পর্যায়ক্রমে প্রশিক্ষণের আওতায় আনা হবে। এ লক্ষ্যে ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠায় ইউজিসি উদ্যোগ গ্রহণ করেছে।
মোখলেছুর রহমান বলেন, বাংলাদেশে ইন্টারেকটিভ ক্লাসরুম কার্যক্রম ও শ্রেণিকক্ষে শিক্ষার্থী মূল্যায়নে সীমাবদ্ধতা রয়েছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাদান ও প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন এবং জাতি গঠনে শিক্ষকদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।
ফেরদৌস জামান বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে মানসম্পন্ন শিক্ষক তৈরির লক্ষ্যে প্রশিক্ষণ বিশেষ করে বনিয়াদি প্রশিক্ষণ তরুণ শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের তৈরি করা এবং স্নাতকেরা যেন বিশ্ববাজারে প্রতিযোগিতা করতে পারে, সেদিকে লক্ষ রাখার আহ্বান জানান।
ইউজিসি বনিয়াদি এ প্রশিক্ষণের অর্থায়ন ও সহযোগিতা করছে। বিজ্ঞপ্তি