উচ্চতর কোর্সে পড়তে ১৫৫ চিকিৎসকের প্রেষণ মঞ্জুর
উচ্চতর বিভিন্ন কোর্সে অধ্যয়নের জন্য ১৫৫ জন চিকিৎসকের প্রেষণ মঞ্জুর করেছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত পৃথক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। এর মধ্যে ১৯ নভেম্বর স্বাস্থ্য শিক্ষা বিভাগের আলাদা প্রজ্ঞাপনে ৪৩ ও ৮১ জনের প্রেষণ মঞ্জুরের কথা জানানো হয়। এ ছাড়া ২০ নভেম্বর একই বিভাগের প্রজ্ঞাপনে ৩১ জনের প্রেষণ মঞ্জুর করা হয়।
প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, প্রেষণকালে সংশ্লিষ্ট চিকিৎসেরা চিকিৎসাসেবা অব্যাহত রাখবেন। প্রেষণকালীন সময়ে তাঁদের স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ করা হবে। এ সময়ের জন্য তাঁরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে বেতন-ভাতা গ্রহণ করবেন। তাঁরা স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএসে বিধি মোতাবেক মুভইন ও মুভআউট হবেন বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদনকারীর আবেদনে উল্লেখিত কোনো তথ্য দেশের অভ্যন্তরে স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা ও তদুদ্দেশ্যে প্রশিক্ষণ–সম্পর্কিত প্রেষণ নীতিমালা-২০২২ (সংশোধিত) অনুযায়ী ভুল বা মিথ্যা প্রমাণিত হলে প্রেষণাদেশ বাতিল করা হবে। আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।