জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ, রোববার ক্লাস শুরুর আশ্বাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাদের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে আগামী রোববার (১৮ আগস্ট) থেকে সশরীর ক্লাস চালুর আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ। গতকাল মঙ্গলবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত জানান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন

বৈঠকে বিশ্ববিদ্যালয়কে একটি মডেলে রূপ দেওয়ার লক্ষ্যে পূর্বঘোষিত ১৩ দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা। এর মধ্যে পাঁচটি দাবি আজ বুধবারের (১৪ আগস্ট) মধ্যে বাস্তবায়নে আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। পাঁচটি দাবির মধ্যে ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তাদের সব ধরনের রাজনীতি বাতিলের ঘোষণা দেন কোষাধ্যক্ষ। এ ঘোষণার সঙ্গে বিভিন্ন অনুষদের ডিন চেয়ারম্যান ও ছাত্রকল্যাণ উপদেষ্টা শিক্ষকেরা সম্মতি জানান। এ ছাড়া শিক্ষার্থীদের দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন করার ব্যাপারে একটি কমিটি গঠনেরও ঘোষণা দেওয়া হয়েছে। একইসঙ্গে রোববার সশরীর ক্লাস শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। কোষাধ্যক্ষের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বৈঠকে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, উপদেষ্টা ও সাধারণ শিক্ষার্থীরা।

আরও পড়ুন