টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিং প্রকাশ, দেশের কোন বিশ্ববিদ্যালয় আছে তালিকায়

ফাইল ছবি

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং প্রকাশ করে থাকে। এবার বিভিন্ন মহাদেশের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা করেছে। সেই ‘এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৪’-এ এশিয়ার সেরা ৩০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের নাম আসেনি। নিজের ওয়েবসাইটে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের ২১ বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ১৫। এশিয়ার ৩১টি দেশের ৭৩৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের ‘এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৪’ প্রকাশ করা হয়েছে।

তালিকায় ৩০১ থেকে ৩৫০–এর মধ্যে জায়গা করে নিয়ে যৌথভাবে দেশের সেরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অন্যদিকে গতবার তালিকায় ১৮৬তম স্থানে অবস্থান করে দেশের সেরা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর ১৯২তম স্থান অর্জন করে দ্বিতীয় স্থানে ছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এবার র‍্যাঙ্কিংয়ে দুই বিশ্ববিদ্যালয় পিছিয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় তালিকায় ৩৫১ থেকে ৪০০–এর মধ্যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ৪০১ থেকে ৫০০–এর মধ্যে আছে।

আরও পড়ুন

৩৫১ থেকে ৪০০–এর মধ্যে আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। ৪০১ থেকে ৫০০–এর মধ্যে আছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর ৫০১ থেকে ৬০০–এর মধ্যে অবস্থান করছে খুলনা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

কয়েকটি বিশ্ববিদ্যালয় তালিকায় জায়গা পেলেও র‍্যাঙ্কিং প্রকাশ করেনি টাইমস হায়ার এডুকেশন। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়; ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ; ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; খুলনা বিশ্ববিদ্যালয়; ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ; বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

আরও পড়ুন

র‍্যাঙ্কিংয়ে সেরা কোন বিশ্ববিদ্যালয়

র‍্যাঙ্কিংয়ে সেরা ১০–এর মধ্যে চীনের পাঁচটি, হংকং ও সিঙ্গাপুরের দুটি করে এবং জাপানের একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে এবারও শীর্ষে আছে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়। এরপরই আছে পিকিং বিশ্ববিদ্যালয়। তালিকার তৃতীয় অবস্থানে আছে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অব টোকিও, ইউনিভার্সিটি অব হংকং, চীনের সাংহাই জিয়াও টং ইউনিভার্সিটি, চীনের ফুডান ইউনিভার্সিটি, চীনের ঝিজিয়াং ইউনিভার্সিটি, হংকংয়ের দ্য চায়নিজ ইউনিভার্সিটি অব হংকং।

আরও পড়ুন