ইউনেসকো-হামদান প্রাইজ ফর টিচার ডেভেলপমেন্ট, পুরস্কার ১ লাখ ডলার

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো। ইউনেসকো-হামদান প্রাইজ ফর টিচার ডেভেলপমেন্টের পুরস্কারের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ২০০৮ সালে ইউনেসকোর ১৮০তম নির্বাহী সভায় এ পুরস্কার প্রবর্তনের সিদ্ধান্ত হয়। অষ্টমবারের মতো এ পুরস্কার প্রদান করা হচ্ছে। শিক্ষকদের দক্ষতা ও যোগ্যতার উন্নয়নে যেসব সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান, সংগঠন ও গবেষণাধর্মী প্রতিষ্ঠান কার্যকরী ভূমিকা রাখছে, তাদের এ পুরস্কার দেওয়া হবে। আন্তর্জাতিক জুরিবোর্ডের সদস্য বিজয়ীদের নির্বাচন করবেন। প্রতিটি পুরস্কারের জন্য বিজয়ীকে একটি প্রশংসাপত্র, একটি সম্মাননা ও এক লাখ মার্কিন ডলার প্রদান করা হবে।

আরও পড়ুন
আরও পড়ুন

পুরস্কার–সম্পর্কিত সব তথ্য ও আবেদন ফরম ওয়েবসাইটে পাওয়া যাবে। পুরস্কারের জন্য অনলাইনে আবেদন করা যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। অনলাইনে আবেদনের জন্য ডাউনলোড করা ফরম পূরণ করে সব কাগজপত্রের ইলেকট্রনিক কপি ও হার্ড কপি (এক সেট) ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনে (শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি, ১/ক, সেগুনবাগিচা, ঢাকা-১০০০) পাঠাতে হবে।

আবেদনের যোগ্যতা-
1.
The project must have made a significant contribution to enhancing teaching and learning, in line with UNESCO's principles and objectives in this field.
2.
The project must be exemplary and likely to stimulate similar initiatives; it must have shown itself to be effective in mobilizing new intellectual and material resources.
3.
The project must be ongoing for at least three years at the time of the application.

আরও পড়ুন
আরও পড়ুন