ঢাকা শিক্ষা বোর্ড

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৩৪ জন পরীক্ষার্থী। আর প্রথমে ফেল করলেও এখন পাস করেছেন ১৪৫ জন।

পুনর্নিরীক্ষণে ফলাফলে এই পরিবর্তন এসেছে। আজ শুক্রবার এইচএসসির পুনর্নিরীক্ষণের এই ফল প্রকাশ করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি এইচএসসির ফল প্রকাশ করা হয়েছিল। এরপর ফল পুনর্নিরীক্ষণের আবেদন নেওয়া হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের আইটি প্রধান প্রকৌশলী মনজুরুল কবীর প্রথম আলোকে জানান, তাঁদের অধীনে এবার ৩১ হাজার ৫৭৪ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। তাঁদের মধ্যে ৯২৩ জনের ফল পরিবর্তন হয়েছে।