বুয়েটের স্থগিত ও বর্জন করা পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ, রুটিন শিগগিরই

বুয়েট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্থগিত হওয়া ও শিক্ষার্থীদের বর্জন করা টার্ম ফাইনাল পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ মে পরীক্ষাগুলো শুরু হবে। শিগগিরই পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে। আগামী সপ্তাহের প্রথম দিকে বিষয়টি বুয়েটের একাডেমিক কাউন্সিলে অনুমোদিত হতে পারে।

আজ মঙ্গলবার বুয়েট প্রশাসনের সঙ্গে সব বিভাগের বিভাগীয় প্রধান ও শ্রেণি প্রতিনিধিদের এক সভায় এ সিদ্ধান্ত হয়। বুয়েটের কাউন্সিল ভবনের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়। বুয়েট উপাচার্য সত্যপ্রসাদ মজুমদার এতে সভাপতিত্ব করেন।

বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ আল আমিন সিদ্দিক এ সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে আজ বিকেলে তিনি প্রথম আলোকে বলেন, সভায় স্নাতক পর্যায়ের স্থগিত পরীক্ষাগুলো ১১ মে থেকে শুরু করার সিদ্ধান্ত হয়েছে। পরীক্ষার রুটিন শিগগিরই প্রকাশ করা হবে। বিষয়টি পরবর্তী সপ্তাহের প্রথম দিকে একাডেমিক কাউন্সিলে অনুমোদিত হতে পারে।

সভায় বুয়েটের সহ-উপাচার্য আবদুল জব্বার খান, রেজিস্ট্রার মো. ফোরকান উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়াসহ বিভিন্ন অনুষদের ডিন ও সব বিভাগের শ্রেণি প্রতিনিধিরা অংশ নেন।

গত ৩০ মার্চে বুয়েটে টার্ম ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। শেষ হওয়ার কথা ছিল ৮ মে। কিন্তু ছাত্ররাজনীতির বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে ঈদের আগে ও পরে ধারাবাহিকভাবে পরীক্ষা বর্জন করেন বুয়েটের সব ব্যাচের শিক্ষার্থীরা। এমন প্রেক্ষাপটে ২০ এপ্রিল টার্ম ফাইনালের বাকি পরীক্ষাগুলো স্থগিত এবং শিক্ষার্থীদের বর্জন করা পরীক্ষাগুলোর তারিখ পুনর্নির্ধারণ করে আবার নেওয়ার সিদ্ধান্ত নেয় বুয়েটের একাডেমিক কাউন্সিল।

আরও পড়ুন

বুয়েটের একাডেমিক কাউন্সিলের ওই সভার সিদ্ধান্ত ছিল, পরীক্ষার বিষয়ে স্নাতক পর্যায়ের প্রতিটি ব্যাচের শ্রেণি প্রতিনিধিদের সঙ্গে নিজ নিজ বিভাগের বিভাগীয় প্রধানেরা প্রয়োজনীয়সংখ্যক বিভাগীয় শিক্ষকদের নিয়ে অতি দ্রুত আলোচনা করে পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব প্রণয়ন করে পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঠিক করবেন এবং কর্তৃপক্ষকে অবহিত করবেন। সব বিভাগের সব ব্যাচের পরীক্ষার পুনর্নির্ধারিত তারিখের প্রস্তাব পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে সব বিভাগের বিভাগীয় প্রধানসহ সব শ্রেণি প্রতিনিধির সঙ্গে বুয়েটের উপাচার্য, সহ-উপাচার্য, ডিন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে সভা করে আলোচনা করবেন এবং প্রস্তাব প্রণয়ন করবেন। সার্বিক পর্যালোচনা শেষে চূড়ান্ত প্রস্তাব একাডেমিক কাউন্সিলের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

একাডেমিক কাউন্সিলের সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপের আলোচনার পর দ্বিতীয় ধাপে আজ বুয়েটের পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হলো। তবে পরীক্ষা শুরু হওয়ার আগপর্যন্ত বুয়েটে কোনো ক্লাস-পরীক্ষা নেই। ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফেরা শিক্ষার্থীরা আবাসিক হলে নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন।

আরও পড়ুন