সাধারণ জ্ঞান-১১: জুন-২০২৫: বাংলাদেশ ও আন্তর্জাতিক বিশ্ব

ইউরোপীয় মহাকাশ সংস্থার মহাকাশযান সোলার অরবিটারছবি: সংগৃহীত

দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা বছর বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন। তাঁদের সহায়তার জন্য প্রথম আলোর নিয়মিত আয়োজন।
১. বর্তমানে বাংলাদেশে নদ-নদীর (BWDB–এর হিসাবে) সংখ্যা হলো—১৪১৫টি।
২. বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম—পদ্মা। দৈর্ঘ্য ৩৫১ কিমি।
৩. বাংলাদেশের ক্ষুদ্রতম নদের নাম—বলেশ্বর। (শেরপুর) দৈর্ঘ্য ০.২ কিমি।
৪. বিজ্ঞানীদের নতুন আবিষ্কৃত রঙের নাম হলো—ওলো। এটা সবুজ ও নীল রঙের মিশেলে একটি রং।
৫. বাংলাদেশের প্রথম ঘড়িয়াল প্রজননকেন্দ্র উদ্বোধন করা হয়—রাজশাহীতে।

আরও পড়ুন

৬. আন্তর্জাতিক পানি চুক্তিতে এশিয়ার প্রথম দেশ হিসেবে চুক্তিতে স্বাক্ষর করে—বাংলাদেশ।
৭. বর্তমানে (পিউ রিসার্চ গবেষণা) বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম হলো—ইসলাম।
৮. বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম হলো—ইসলাম। প্রায় ২০০ কোটি মানুষ এই ধর্মের অনুসারী। বিশ্বের তৃতীয় বৃহত্তম ধর্ম হিন্দুধর্ম।
৯. ইউরোপীয় মহাকাশ সংস্থার মহাকাশযানের নাম—‘সোলার অরবিটার’। এটি সূর্যের দক্ষিণ মেরুর প্রথম ভিডিও পাঠিয়েছে।
১০. বিশ্বে সবচেয়ে বেশি আম উত্পাদন করে—ভারত। সবচেয়ে বেশি আম রপ্তানি করে মেক্সিকো।

ইউরোপীয় মহাকাশ সংস্থার মহাকাশযান সোলার অরবিটার
ছবি: সংগৃহীত

১১. ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের নাম—ফাত্তাহ-১।
১২. ইরানের পবিত্র শহরের নাম—কোম
১৩. ইরান-পাকিস্তান দুই দেশের মধ্যে সীমান্তের নাম—তাফতাল।
১৪. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ২০২৬-২৭ সালের জন্য অস্থায়ী সদস্য নির্বাচিত পাঁচটি দেশ হলো—   বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো, লাটভিয়া ও লাইবেরিয়া।
১৫. বিশ্বের দ্বিতীয় উষ্ণতম মাস ছিল—২০২৫ সালের মে মাস।

আরও পড়ুন

১৬. বিশ্বে প্রথম বৃহত্তম ধর্ম হলো খ্রিষ্টান। মোট জনসংখ্যা—২৩০ কোটি।
১৭. ইংল্যান্ডের রাজা চার্লস ২০২৪ সালের জুনে প্রবর্তন করেন—কিংস তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড।
১৮. কিংস হারমনি অ্যাওয়ার্ড প্রথম পেয়েছিলেন—জাতিসংঘের মহাসচিব বান কি মুন।
১৯. বিশ্বে বর্তমানে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা—১ কোটি ২০ লাখ।
২০. ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর—হাইফা। এটি প্রধান গভীর সমুদ্রবন্দর।

আরও পড়ুন