ফিনল্যান্ডে স্নাতক-স্নাতকোত্তরে আছে নানা বৃত্তি, ভাতা ৫০০০ ইউরো

প্রথম আলো ফাইল ছবি

উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান অনেকে। যাঁরা ইউরোপে পড়তে যেতে চান, তাঁদের পছন্দের তালিকায় থাকতে পারে ফিনল্যান্ড। ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো তাদের বিশ্বমানের শিক্ষাদান এবং সাশ্রয়ী মূল্যের জন্য সুপরিচিত। এই বিশ্ববিদ্যালয়গুলো স্নাতক ও স্নাতকোত্তর অধ্যয়নের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের বৃত্তিও প্রদান করে থাকে। এ বৃত্তিগুলো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের এবং ইউরোপিয়ান ইকোনমিক এরিয়ার (ইইএ) শিক্ষার্থীদের আর্থিক সহায়তার জন্য প্রদান করা হয়।

স্নাতকোত্তরে ফিনল্যান্ডের বৃত্তি

ফিনল্যান্ডের স্কলারশিপগুলো, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের বাইরের ও ইউরোপিয়ান ইকোনমিক এরিয়ার মেধাবী শিক্ষার্থীদের টিউশন ফি প্রদান করে। প্রথম বছরের টিউশন ফি মেলে বৃত্তি পেলে। এর আওতায় কমপক্ষে ৫০০০ ইউরোর ভাতা পাবেন শিক্ষার্থীরা। অনেক বিশ্ববিদ্যালয় মাস্টার্সের দ্বিতীয় বছরের জন্য অতিরিক্ত বৃত্তি ও সুযোগ দিয়ে থাকে শিক্ষার্থীদের।

ফিনল্যান্ড ডক্টরাল ফেলোশিপ

ফিনল্যান্ড ডক্টরাল ফেলোশিপ দেয় দেশটির গবেষণা এবং কলাসংক্রান্ত বিশ্ববিদ্যালয়গুলোতে। ইইউর বাইরের বা ইইউএর গবেষকদের জন্য এ ডক্টরাল ফেলোশিপ। ফিনল্যান্ড ফেলোশিপে শিক্ষার্থীরা ভাতা পান। এর বাইরে এ ফেলোশিপের আওতায় ২০০০ ইউরো মেলে।

আরও পড়ুন

কীভাবে পাবেন এ বৃত্তি

ফিনল্যান্ড ডক্টরাল ফেলোশিপ পেতে Studyinfo.fi পোর্টালে ঢুঁ মারতে হবে। আবেদনের সময়সীমা, আপনার পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদনের নিয়মাবলিসহ বিস্তারিত তথ্য সেখানে পাবেন।

প্রথম আলো ফাইল ছবি
আরও পড়ুন

ফিনল্যান্ডের যে বিশ্ববিদ্যালয়গুলো স্কলারশিপ দেয়

* আল্টো বিশ্ববিদ্যালয়

* হেলসিংকি বিশ্ববিদ্যালয়

* ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিনল্যান্ড

* জাইভাস্কিলা ইউনিভার্সিটি

* ল্যাপল্যান্ড ইউনিভার্সিটি

* এলইউটি ইউনিভার্সিটি

* ইউনিভার্সিটি অব ওলু

* হ্যাঙ্কেন স্কুল অব ইকোনমিকস

* ইউনিভার্সিটি অব আর্টস হেলসিংকি

* ট্যাম্পারে বিশ্ববিদ্যালয়

* তুর্কু বিশ্ববিদ্যালয়

* ভাসা বিশ্ববিদ্যালয়

* আবো একাডেমি বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন