ব্রুনেই দেবে ডিপ্লোমা–আন্ডারগ্র্যাজুয়েট–পোস্টগ্র্যাজুয়েটে বৃত্তি, আইইএলটিএসে ৬, টোয়েফলে ৫৫০–এ আবেদন

প্রথম আলো ফাইল ছবি

ব্রুনেই দারুসসালাম সরকার ডিপ্লোমা, আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি ও পোস্টগ্র্যাজুয়েট (মাস্টার্স) পর্যায়ের বৃত্তি দেবে। ‘অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)-ভুক্ত দেশের শিক্ষার্থীরা এ বৃত্তি পাবেন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এ বৃত্তির জন্য আবেদন করতে হবে। এ বৃত্তিতে দেশটির পাঁচটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ মিলবে। বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়। আবেদনের শেষ হবে ১৫ ফেব্রুয়ারি।

বিশ্ববিদ্যালয়গুলো হলো—

  • Universiti Brunei Darussalam (UBD);

  • Universiti Islam Sultan Sharif Ali (UNISSA);

  • Universiti Teknologi Brunei (UTB);

  • Kolej Universiti Perguruan Ugama Seri Begawan (KUPU SB);

  • Politeknik Brunei (PB).

আরও পড়ুন

আবেদনের যোগ্যতা—

১. বয়স: আন্ডারগ্র্যাজুয়েট ও ডিপ্লোমার জন্য আবেদনের সর্বোচ্চ বয়স ২৫ বছর হতে হবে। পোস্টগ্র্যাজুয়েটের জন্য আবেদনের জন্য বয়স সর্বোচ্চ ৩৫ হতে হবে। যে বছর কোর্স বা প্রোগ্রাম শুরু হবে, সেই বছরের ১ জুলাই এ বয়স হতে হবে।

২. ইংরেজি ভাষায় দক্ষতা

ইংরেজিতে দক্ষতার জন্য আইইএলটিএসে স্কোর প্রয়োজন ৬ অথবা টোয়েফলে স্কোর ৫৫০ থাকতে হবে।

ফাইল ছবি

আবেদনের লিংক—

আগ্রহী প্রার্থীকে ব্রুনেই সরকার ও বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দুটি লিংকেই অনলাইনে আবেদন করতে হবে।

* শিক্ষা মন্ত্রণালয়ের http://202.4.112.150:3030 লিংকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

* BDGS Application Form ডাউনলোড করে http://apply.ubd.edu.bn/orbcon/uis-welcome/ লিংকে Submit করতে হবে।

আরও পড়ুন

আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র—

  • সংশ্লিষ্ট পরীক্ষার সার্টিফিকেট

  • নম্বরপত্র

  • পাসপোর্ট

  • জাতীয় পরিচয়পত্র

  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।

সত্যায়িত কপিসহ আবেদনপত্রের হার্ড কপি সচিবালয়ের ২ নম্বর গেট–সংলগ্ন অভ্যর্থনা কক্ষে নির্ধারিত বক্সে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জমা দিতে হবে। খামের ওপর আবশ্যিকভাবে প্রেরক, প্রাপক (সিনিয়র সহকারী সচিব, বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা, কক্ষ নম্বর: ১৭০৬, ভবন নম্বর: ০৬, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা), ID/Tracking Number এবং Program-এর নাম উল্লেখ করতে হবে। উল্লিখিত স্থান ব্যতীত অন্য কোথাও আবেদন জমা দেওয়া হলে তা বিবেচিত হবে না। অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন

আবেদন শেষ কবে—

১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে।

*আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন