ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবীন গবেষকদের জন্য কর্মশালা, ফি ১০০০

ঢাকা বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় পর্যায়ের নবীন অনার্স ও মাস্টার্স শিক্ষার্থীদের জন্য আট দিনব্যাপী ‘রিসার্চ মেথডোলজি: ফাউন্ডেশন অ্যান্ড ফ্রেমওয়ার্ক’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা করাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএআরএএসএস। স্বনামধন্য ও অভিজ্ঞ গবেষকদের দ্বারা পরিচালিত এ কর্মশালায় প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (সিএআরএএসএস)। কোর্স শুরুর সম্ভাব্য সময় ৪-১১ মার্চ, ২০২৫। প্রতি কর্মদিবসে বেলা ১টা ৩০ থেকে বেলা ৩টা পর্যন্ত সিএআরএএসএস ভবনে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কোর্সে Research Concept, Quantitative, Qualitative Mixed Research Approaches, Information Management, Research Report Writing প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত থাকবে। প্রশিক্ষণ শেষে মিলবে সনদপত্র। প্রশিক্ষণ ফি ১,০০০ টাকা। আসনসংখ্যা (৬০) সীমিত।

আরও পড়ুন

প্রশিক্ষণ কোর্সে ভর্তিতে বিশ্ববিদ্যালয়ের সরবরাহ করা পরিচয়পত্র (হল/বিভাগ/লাইব্রেরি কার্ড) এবং সর্বশেষ পরীক্ষা পাসের নম্বরপত্রের ফটোকপিসহ বিভাগ থেকে প্রশিক্ষণে অংশগ্রহণে আগ্রহীদের ৫-২৭ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। এই সময়ের মধ্য ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

আরও পড়ুন

ফরম জমা ও সংগ্রহের ঠিকানা: কক্ষ নম্বর ৩০২, সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (CARASS), টিএসসি কম্পাউন্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়, ই-মেইল: [email protected]; https://www.du.ac.bd/profile/303