ইউনিসেফের ইয়ং লিডারস প্রোগ্রাম, স্নাতক পাস হলেই করুন আবেদন

ছবি: ইউনিসেফ থেকে নেওয়া

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ শিশুদের নিয়ে নানা ধরনের কাজ করে। ভবিষ্যৎ নেতা গঠন-বিষয়ক এক প্রোগ্রাম শুরু করেছে ইউনিসেফ। এ প্রোগ্রামে নাম ইউনিসেপ লিডারশিপ প্রোগ্রোম (তরুণ নেতৃত্ব কর্মসূচি)। বাংলাদেশের তরুণ নেতৃত্বের জন্য এ কর্মসূচিতে গত ৫ মার্চ থেকে আবেদন শুরু হয়েছে। এ কর্মসূচি শুরু হবে আগামী ৪ মে, চলবে ১০ মে পর্যন্ত (ভ্রমণের দিনসহ)।

আবদনের যোগ্যতা—

*বাংলাদেশের স্বীকৃত কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস।

*আবেদনকারীদের ইংরেজিতে সাবলীল হতে হবে।

*আবেদনকারীর বয়স ৩০ বছরের কম হতে হবে।

*পেশাদার, জনসাধারণ অথবা ব্যক্তিগত ক্ষেত্রে নেতৃত্বের রেকর্ড থাকতে হবে।

আর্থিক সহায়তা—

এ প্রোগ্রামের জন্য সর্বোচ্চ ৩০ জন অংশগ্রহণকারীকে নির্বাচিত করা হবে। প্রোগ্রামের জন্য নির্বাচিতরা আর্থিক সহায়তা পাবেন। এ আর্থিক সহায়তায় প্রোগ্রামের খরচ, বাসস্থান, খাবার ও প্রোগ্রাম ভেন্যু গাজীপুরে যাওয়া এবং সেখান থেকে সংলগ্ন অন্য যেকোনো স্থানে যাতায়াত করা যাবে।

আবেদনপত্র অনলাইনে জমা দিতে হবে। আবেদনের সঙ্গে যা যা জমা দিতে হবে

*একটি স্টেটম্যান্ট অব পারপাস (সর্বোচ্চ তিন পৃষ্ঠা) লিখতে হবে।

*এ কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে আপনি কী অবদান রাখতে চান এবং কী অর্জন করতে চান তা জানাতে হবে।

আরও পড়ুন

*নেতৃত্বের ভূমিকা ও উদ্ভাবনের সুনির্দিষ্ট উদাহরণ উল্লেখ করতে হবে।

*আপনার সম্প্রদায় বা সমাজে আপনি কী পরিবর্তন আনতে চান।

*নেতৃত্ব কর্মসূচি আপনাকে আপনার লক্ষ্য অর্জনে কীভাবে সাহায্য করবে।

*জীবনবৃত্তান্ত (সর্বোচ্চ দুই পৃষ্ঠা। লিঙ্কডইন প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল/সোশ্যাল মিডিয়া লিংক যোগ করতে হবে)।

*পাসপোর্ট সাইজের ছবি (Jpg ফাইল)।

*দুটি রেকমেন্ডেশন (সুপারিশপত্র) লাগবে। সুপারিশে স্বাক্ষর এবং লেটারহেড থাকতে হবে।

আরও পড়ুন

*শিক্ষাগত যোগ্যতার সনদের কপি।

*ইংরেজিতে আত্মপরিচয়মূলক ভিডিও (সর্বোচ্চ ২ মিনিটের)।

*শিক্ষাগত সনদের কপি।

*ইংরেজিতে নিজের একটি আত্মপরিচয়মূলক ভিডিও (সর্বোচ্চ ২ মিনিট)।

আবেদনপত্রের পুরো প্যাকেজটি [email protected] ঠিকানায় পাঠাতে হবে। ‘ইয়ং লিডারস ২০২৫’-এর বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আবেদনে গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু: ৫ মার্চ ২০২৫

আবেদন শেষ: ৩০ মার্চ ২০২৫

আরও পড়ুন