ইইউ কাউন্সিল ট্রেইনিশিপ, সুযোগ ১০০ জনের, ৫ মাস থাকতে হবে বেলজিয়ামে

ইউরোপীয় পার্লামেন্টের অফিস ব্রাসেলসে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ পাঁচ মাসছবি: সংগৃহীত

ইউরোপীয় রোপীয় ইউনিয়ন (ইইউ) কাউন্সিল ২০২৬ সালের ট্রেইনিশিপের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। বেতনভুক্ত এই ট্রেইনিশিপ অনুষ্ঠিত হবে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। প্রতিবছর প্রায় ১০০ জন তরুণ পেশাজীবীকে এ সুযোগ প্রদান করা হয়।

পাঁচ মাসব্যাপী এই ট্রেইনিশিপ বছরে দুবার আয়োজন করা হয়। ২০২৬ সালের প্রথম পর্ব চলবে ১ ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা ইউরোপীয় কাউন্সিলের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ লাভ করবে।

আরও পড়ুন

আর্থিক সুবিধা

  • ট্রেইনিশিপে নির্বাচিতরা মাসিক ১ হাজার ৪৭৬ ইউরো ভাতা পাবেন

  • ৭০ ইউরো মিলবে খাবার ভাতা বাবদ

  • মিলবে যাতায়াত ভাতা মিলবে।

ট্রেইনিশিপের অন্য সুবিধা

  • দুর্ঘটনা বিমা

  • স্বাস্থ্যবিমার আংশিক ফেরত

  • মাত্র ৩০ ইউরো খরচে কাউন্সিলের জিম ব্যবহার

  • কাউন্সিলের লাইব্রেরির সব রিসোর্স ও সেবায় পূর্ণ প্রবেশাধিকার

  • মাসিক দুই দিন ছুটি

আরও পড়ুন

কর্মক্ষেত্র ও দায়িত্ব

নির্বাচিত প্রার্থীরা ইউরোপীয় কাউন্সিলের ‘জেনারেল সেক্রেটারিয়েটে’ বিভিন্ন দলে কাজ করবেন। কাজের ধরন দুই ভাগে বিভক্ত—

১. নীতিনির্ধারণী ও আইনি দল (Policy team or Legal service)

  • অর্থনীতি ও অর্থনীতি নীতি

  • পরিবেশ ও জলবায়ু

  • পররাষ্ট্রবিষয়ক কাজ

  • ন্যায়বিচার ও অভ্যন্তরীণবিষয়ক কাজ

২. সহায়ক দল (Support team)

  • যোগাযোগ ও মিডিয়া সম্পর্ক

  • মানবসম্পদ

  • তথ্যপ্রযুক্তি (আইটি)

  • অনুবাদ

আরও পড়ুন

আবেদনকারীরা আবেদন ফরমে তাদের পছন্দের দুটি ক্ষেত্র বেছে নিতে পারবেন। ট্রেইনিশিপ চলাকালে ট্রেইনিদের দায়িত্বের মধ্যে থাকবে সভা প্রস্তুত করা, নথি অনুবাদ করা, তথ্য সংগ্রহ, সংগঠিত করা ও বিশ্লেষণ করা এবং কাউন্সিলের দৈনন্দিন কাজে সক্রিয় অংশগ্রহণ।

যোগ্যতার শর্ত

আবেদনকারীদের নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে—

  • ইইউ সদস্য দেশের নাগরিক হতে হবে।

  • যেকোনো একাডেমিক বা পেশাগত পটভূমির প্রার্থী আবেদন করতে পারবেন।

  • মূল প্রোগ্রামের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে।

  • পজিটিভ অ্যাকশন প্রোগ্রামের (প্রতিবন্ধী প্রার্থীদের জন্য) ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বা কলেজের অন্তত তৃতীয় বর্ষের শিক্ষার্থী হতে হবে।

  • ইংরেজি বা ফরাসি ভাষায় ন্যূনতম C1 লেভেলের দক্ষতা থাকতে হবে।

  • ইইউর অন্তত দুটি সরকারি ভাষায় চমৎকার জ্ঞান থাকতে হবে।

  • ইইউর কোনো প্রতিষ্ঠান, সংস্থা বা অফিসে ৬ সপ্তাহের বেশি সময় ধরে বেতনভুক্ত বা বিনা বেতনের কোনো ট্রেইনিশিপ বা চাকরির অভিজ্ঞতা থাকা যাবে না।

  • বয়সসীমা নেই।

সুযোগ ও সুবিধা

  • ইউরোপীয় কাউন্সিলের কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ।

  • বহুসংস্কৃতির পরিবেশে কাজের সুযোগ এবং নতুন ধারণা বিনিময়ের সুযোগ।

  • ইউরোপীয় নীতিনির্ধারণী প্রক্রিয়া সম্পর্কে গভীর ধারণা লাভের সুযোগ।

  • নীতি, আইন, প্রশাসন, যোগাযোগ, আইটি ও অন্যান্য ক্ষেত্রে কাজের সুযোগ।

  • আন্তর্জাতিক মানের কর্মজীবনের অভিজ্ঞতা অর্জনের সুযোগ।

আবেদনপ্রক্রিয়া

  • ইইউ কাউন্সিলের ট্রেইনিশিপের জন্য অনলাইনে আবেদন করতে হবে।

  • আবেদন ফরমে যোগাযোগের তথ্য, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতা (যদি থাকে) উল্লেখ করতে হবে।

  • আবেদনকারীদের পছন্দের দুটি ক্ষেত্র বেছে নিতে হবে।

  • প্রাথমিকভাবে নির্বাচিতদের অনলাইন বা ফোন সাক্ষাৎকারে অংশ নিতে হবে।

  • আবেদনপত্র জমা দেওয়ার আগে সব তথ্য যাচাই করে নিতে হবে।

  • ২০২৬ সালের ফেব্রুয়ারি সেশনের জন্য আবেদন বর্তমানে চালু রয়েছে।

আবেদনের শেষ তারিখ
২৪ সেপ্টেম্বর ২০২৫

আবেদনের বিস্তারিত দেখুন এখানে