বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বঙ্গবন্ধু পিএইচডি বৃত্তি, গবেষকেরা পাবেন মাসে ৪০,০০০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানছবি সংগৃহীত

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অর্থায়নে এবং শর্তাধীনে বাংলাদেশের সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষকদের ‘বঙ্গবন্ধু পিএইচডি ছাত্র বৃত্তি’ দেওয়া হবে। এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করেছে। আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে। ফরম জমা দিতে হবে ১৪ ডিসেম্বরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অর্থায়নে এবং শর্তাধীনে বাংলাদেশের সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের বিভাগগুলো এবং সব ইনস্টিটিউটের পিএইচডি গবেষকদের মধ্যে দুটি ‘বঙ্গবন্ধু পিএইচডি ছাত্র বৃত্তি’ প্রদান করা হবে। বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে

*বঙ্গবন্ধু পিএইচডি গবেষণা বৃত্তি সর্বোচ্চ তিন বছরের জন্য প্রদান করা হবে।
*এই গবেষণা বৃত্তি প্রত্যেক গবেষককে প্রতি মাসে ৪০ হাজার টাকা প্রদান করা হবে।
*এ ছাড়া গবেষণা কাজের অন্যান্যা সহায়তা হিসেবে সর্বমোট ৩৫ হাজার টাকা প্রদান করা হবে।
*আবেদন ফরম দেখতে ক্লিক করুন এখানে

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন