স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ, ৮ সপ্তাহ আমেরিকায় থাকার সুযোগ, বয়স ১৮ হলেই আবেদন

যুক্তরাষ্ট্রের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। ক্যালিফোর্নিয়ার এ বিশ্ববিদ্যালয়টি বিদেশি শিক্ষার্থীদের গবেষণায় ফেলোশিপ দিচ্ছে। সম্পূর্ণ অর্থায়নের এ ফেলোশিপের জন্য আবেদন চলছে। আট সপ্তাহের এই ফেলোশিপে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় সুযোগ দেবে ৩০ থেকে ৩৫ শিক্ষার্থীকে। এই ফেলোশিপের কেতাবি নাম ‘স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি সামার ফেলোশিপ ২০২৫’ (SURF)। গবেষণাভিত্তিক এ ফেলোশিপ আগামী বছরের ২১ জুন থেকে ১৬ আগস্ট পর্যন্ত চলবে। এ ফেলোশিপের জন্য কোনো আবেদন ফি নেই। আবেদনকারীরা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অনুষদের নির্দেশনায় গবেষণা প্রকল্পগুলোয় কাজ করবেন। স্ট্যানফোর্ডের এ ফেলোশিপের লক্ষ্য হলো শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমে নিযুক্ত করা এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষার্থীদের অধ্যয়নে উৎসাহিত করা।

আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র

বিশ্ববিদ্যালয়ের নাম: স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি

ফেলোশিপের সময়: ৮ সপ্তাহ

সময়: ২১ জুন-১৬ আগস্ট ২০২৫

আর্থিক সুবিধা: সম্পূর্ণ অর্থায়ন বা ফুল ফান্ডেড

আবেদন শেষ: ১ ফেব্রুয়ারি ২০২৫

আর্থিক কী কী সুবিধা পাবেন ফেলোরা

* ভ্রমণের জন্য অর্থ

* আবাসন

* খাদ্যসহায়তা

* ফেলোশিপ শেষে মিলবে ৫ হাজার ৫০০ ডলার

গবেষণা প্রকল্প

* অ্যারোনটিকস ও মহাকাশবিজ্ঞান

* শিশুচিকিৎসা, জৈবপ্রযুক্তি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

* বায়োইঞ্জিনিয়ারিং ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং

* বায়োইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং

* বায়োইঞ্জিনিয়ারিং ও জেনেটিকস

* কেমিক্যাল প্রকৌশল, পদার্থবিজ্ঞান ও প্রকৌশল

* রেডিওলজি, রসায়ন, গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস, তথ্য ও প্রযুক্তি

* সিভিল ও পরিবেশগত প্রকৌশল

* ভাষাতত্ত্ব

* কম্পিউটারবিজ্ঞান

* বায়োমেডিকেল ডেটা সায়েন্স ও কম্পিউটার সায়েন্স

* ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং

* ভূতত্ত্ব

* শক্তিবিজ্ঞান ও প্রকৌশল

* ব্যবস্থাপনাবিজ্ঞান

আরও পড়ুন

আবেদনে যোগ্যতা

* আবেদনের বয়স: কমপক্ষে ১৮ বছর

* নিম্ন আর্থসামাজিক অবস্থাসম্পন্ন পরিবার থেকে আসা শিক্ষার্থী

আবেদনে প্রয়োজনীয় নথি

* জীবনবৃত্তান্ত

* সব একাডেমিক ট্রান্সক্রিপ্ট

* স্টেটমেন্ট অব পারপাস (এসওপি)

* সুপারিশ–সংবলিত দুটি চিঠি (রেকমেন্ডেশন লেটার)

** স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফেলোশিপের জন্য আবেদন ও বিস্তারিত দেখুন এখানে

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন