চট্টগ্রামে বিজ্ঞানবাক্স
চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে বিজ্ঞান শিক্ষা উপকরণ ‘অন্যরকম বিজ্ঞানবাক্স’। বন্দরনগরীর পলোগ্রাউন্ডে আন্তর্জাতিক বাণিজ্য মেলার ১২৭ নম্বর স্টলে পাওয়া যাবে এই বিজ্ঞানবাক্স। বাক্সের ভেতরে আছে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষামূলক প্রকল্প হাতে-কলমে শেখার প্রয়োজনীয় উপকরণ, ম্যানুয়াল, ভিডিও টিউটোরিয়াল ও গল্পের বই।
ইংরেজি সংস্করণসহ এখন পর্যন্ত মোট পাঁচ ধরনের বিজ্ঞানবাক্স (আলোর ঝলক, তড়িৎ তাণ্ডব, রসায়ন-রহস্য, চুম্বকের চমক এবং অদ্ভুত মাপজোখ) পাওয়া যাচ্ছে চট্টগ্রাম বাণিজ্য মেলায়। আর মেলা থেকে বিজ্ঞানবাক্স কিনলে থাকছে উপহার ও মূল্যছাড়। বিজ্ঞানবাক্স মূলত সাত বছর ও তার বেশি বয়সী ছেলেমেয়েদের জন্য তৈরি।
বিজ্ঞপ্তি