বিশ্বের খাদ্যসংকট মেটাতে ইলন মাস্ক কি ৬৬০ কোটি ডলার খরচ করবেন
ইলন মাস্ক যদি তাঁর বিপুল সম্পদের কেবল ২ শতাংশের কিছু বেশি বিক্রি করেন, তাতেই মিটবে বিশ্বের চলমান খাদ্যসংকট। পরিমাণটা ৬৬০ কোটি ডলারের। নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, এই অর্থ কীভাবে খরচ করলে সংকটের মোকাবিলা হবে, তা সবিস্তারে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এখন প্রশ্ন, ইলন মাস্ক তাঁর প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করে সে আহ্বানে সাড়া দেবেন কি না।
গত মাসের শেষের দিকে এক সাক্ষাৎকারে ডব্লিউএফপির নির্বাহী পরিচালক ডেভিড বিজলি বলেছিলেন, ‘বিশ্বজুড়ে ৪ কোটি ২০ লাখ মানুষ চরম খাদ্যসংকটে ভুগছে। তাদের সাহায্যে ৬০০ কোটি ডলার প্রয়োজন। আমরা যদি সাহায্য নিয়ে তাদের কাছে পৌঁছাতে না পারি, তাহলে যেকোনো সময় তারা মারা যেতে পারে।’ আর সে জন্য ইলন মাস্কের মতো বিলিয়নিয়ারদের একবারের দানই যথেষ্ট হতে পারে বলে টুইট করেন বিজলি।
এরপর বিজলির সে দাবির সত্যতা প্রমাণের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা। ৬০০ কোটি ডলারে কীভাবে বিশ্বের খাদ্যসংকট মিটবে, ডব্লিউএফপিকে তার ঠিকঠাক ব্যাখ্যা দিতে বলেন ইলন মাস্ক। যদি ব্যাখ্যা দিতে পারে, তবে তিনি তাৎক্ষণিক টেসলার ৬০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করে ওই অর্থের ব্যবস্থা করবেন বলে টুইট করেন।
এবার খাদ্যসংকট মোকাবিলায় ডব্লিউএফপির পরিকল্পনা পেশ করলেন ডেভিড বিজলি। জানালেন, ৬৬০ কোটি ডলার হলে চলমান খাদ্যসংকট মিটবে। আর কত টাকা কোন খাতে খরচ করা হবে, তার হিসাবও দিয়েছেন তিনি।
ডব্লিউএফপির পরিকল্পনায় বলা হয়েছে, সংঘাত, জলবায়ুসংকট, কোভিড-১৯ অতিমারির প্রভাব এবং অনাহারী মানুষের কাছে খাদ্য পৌঁছানোর ক্রমবর্ধমান খরচের কারণে তীব্র খাদ্যসংকট তৈরি হচ্ছে। ওই ৬৬০ কোটি ডলার হলে ৪৩ দেশের অনাহারে থাকা ৪ কোটি ২০ লাখ মানুষকে বাঁচানো সম্ভব।
পরিকল্পনায় দেখানো হয়, যে অঞ্চলগুলোতে সংকট সবচেয়ে বেশি, সেখানে ওই অর্থের ৩৫০ কোটি ডলার খরচ করা হবে খাদ্যসামগ্রী কেনা ও পরিবহনে। এরপর যে এলাকাগুলোতে বাজার থেকে খাদ্য কেনার সুযোগ আছে, সেখানে খাদ্যের কুপন দেওয়া হবে ২০০ কোটি ডলারের। দেশভেদে কর্মসূচি বাস্তবায়নে ব্যয় করা হবে ৭০ কোটি ডলার আর ৪০ কোটি ডলার খরচ হবে নানা ধরনের প্রশাসনিক কাজে।
এ পরিকল্পনায় দেখানো হয়, ক্ষুধাপীড়িত ৪৩ দেশের অনাহারীদের দিনে একবার খাবার পরিবেশন করা হলে টানা এক বছর এ খাদ্য কর্মসূচি চালানো যাবে এবং দুর্ভিক্ষের ঝুঁকি এড়ানো যাবে। একজনের প্রতিবেলার খাদ্যের খরচ ধরা হয়েছে ৪৩ সেন্ট বা ৩৭ টাকার মতো।
ডেভিড বিজলির যে সাক্ষাৎকারের লিংক টুইটারে শেয়ার করেছেন ইলন মাস্ক, সেখানে লেখা ছিল, ‘ওই অর্থে খাদ্যসংকটের স্থায়ী সমাধান হবে।’ বিজলি পরে বলেছেন, সাক্ষাৎকারের ব্যাপারটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি আসলে বলতে চেয়েছেন, ওই পরিমাণ অর্থ হলে ৪ কোটি ২০ লাখ মানুষকে দুর্ভিক্ষ থেকে বাঁচানো সম্ভব।
এখন সবাই অপেক্ষায় আছেন, ইলন মাস্ক এ ব্যাপারে কী বলেন। তিনি কি টেসলার শেয়ার বিক্রি করে ডেভিড বিজলির আহ্বানে সাড়া দিয়ে অনাহারীদের মুখে খাবার তুলে দেবেন, নাকি ফাঁকফোকর খোঁজার চেষ্টা করবেন। ইলন মাস্ক অবশ্য এখন পর্যন্ত বিজলির টুইটের ব্যাপারে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।