মানসিক স্বাস্থ্যের তথ্য দিচ্ছে রিস্টব্যান্ড

মুডবিম রিস্টব্যান্ড
ছবি : মুডবিমের সৌজন্যে

অনেকেই ব্যায়ামের সময় হৃৎস্পন্দন মাপার জন্য রিস্টব্যান্ড ব্যবহার করেন। ‘মুডবিম’ নামের একটি সিলিকনের রিস্টব্যান্ড দেখতে প্রচলিত ব্যান্ডের মতো মনে হলেও এর কার্যকারিতা ভিন্ন। এটি শারীরিক কার্যক্রম পর্যবেক্ষণের পরিবর্তে মানসিক স্বাস্থ্য পর্যবেক্ষণে ব্যবহৃত হয়। অফিস কর্তৃপক্ষ এই রিস্টব্যান্ড কর্মীদের পরিয়ে তাঁদের মানসিক স্বাস্থ্য পর্যবেক্ষণ করতে পারে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এই রিস্টব্যান্ডের তথ্য প্রকাশ করা হয়েছে।

মুডবিম নামের যন্ত্রটি মোবাইল ফোন অ্যাপ ও ওয়েব ইন্টারফেসের সঙ্গে যুক্ত। এতে হলুদ ও নীল রঙের দুটি বোতাম আছে। কোনো কর্মী যদি মানসিকভাবে ভালো থাকেন, তবে তিনি হলুদ বোতাম চাপ দেবেন আর কারও মানসিক অবস্থা খারাপ থাকলে নীল বোতাম চাপবেন।

যেসব প্রতিষ্ঠান বাড়িতে বসে কাজ করা কর্মীদের মানসিক স্বাস্থ্য পর্যবেক্ষণ করতে চায়, তারা এই রিস্টব্যান্ড ব্যবহার করে কর্মীদের মানসিক অবস্থা জানতে পারে। অফিসের ব্যবস্থাপকেরা চাইলে অনলাইন ড্যাশবোর্ড ব্যবহার করে কর্মীদের মানসিক অবস্থা জেনে নিতে পারেন। ঘরে বসে কাজ করা অবস্থায় সরাসরি কর্মীদের খোঁজ নেওয়ার সুযোগ না থাকলে মুডবিম কার্যকর ভূমিকা রাখতে পারে।

মুডবিম মূলত যুক্তরাজ্যভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান। এর সহপ্রতিষ্ঠাতা ক্রিস্টিনা কোলমার ম্যাকাফ বলেন, অনেক প্রতিষ্ঠান বাড়িতে বসে কাজ করা কর্মীদের সঙ্গে যুক্ত থাকাতে সর্বোচ্চ চেষ্টা চালায়।

কিন্তু ৫০০–এর বেশি কর্মী থাকলে সবাইকে ফোন না করেই এ রিস্টব্যান্ড দিয়ে তাদের অবস্থা জানা যায়। ২০১৬ সালে এ রিস্টব্যান্ড বাজারে এনেছিলেন তিনি। ইতিমধ্যে ‘ব্রেভ মাইন্ড’ মাইন্ড নামের একটি যুক্তরাজ্যের দাতব্য প্রতিষ্ঠান এ রিস্টব্যান্ড ব্যবহার করছে।