অষ্টম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ - বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

২১. চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় কবে থেকে?

ক. ১৭৯৩ খ. ১৮০৫

গ. ১৮৫৩ ঘ. ১৯০৫

২২. চিরস্থায়ী বন্দোবস্ত চালু করার মাধ্যমে কী তৈরি করেছিল?

ক. স্বায়ত্তশাসন

খ. অনুগত জমিদার

গ. স্বাধীন খাজনা ব্যবস্থা

ঘ. নিজস্ব শাসনরীতি

২৩. ব্রিটিশ শাসকেরা কোথা থেকে প্রশাসনিক দপ্তর শিক্ষা ও বাণিজ্যিক দপ্তর কলকাতায় স্থানান্তর করেন?

ক. পাটনা খ. হায়দরাবাদ

গ. ঢাকা ঘ. মুর্শিদাবাদ

২৪. ব্রিটিশরা বাংলার রাজধানী আনুষ্ঠানিকভাবে কোথায় করেছিল?

ক. ঢাকা খ. মুর্শিদাবাদ

গ. কলকাতা ঘ. পাটনা

২৫. বাংলায় শিক্ষা ও আধুনিক জ্ঞান–বিজ্ঞানচর্চার সূচনা কে করেন?

ক. লর্ড ক্লাইভ

খ. লর্ড ক্যানিং

গ. লর্ড উইলিয়াম বেন্টিং

ঘ. লর্ড হেস্টিংস

২৬. ‘মাৎস্যন্যায়’ শব্দের অর্থ কী?

ক. শান্তি খ. গৌরব

গ. আত্মতৃপ্তি ঘ. অরাজকতা

২৭. বাঙালি পাল রাজারা কত বছর শাসন করেন?

ক. ৪০০ বছর খ. ৪১০ বছর

গ. প্রায় ৪৪০ বছর ঘ. ৪৫০ বছর

২৮. বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে কত সালে?

ক. ১৫৩৮ সালে খ. ১৫৭৬ সালে

গ. ১৭৫৭ সালে ঘ. ১৮৫৭ সালে

২৯. সম্রাট জাহাঙ্গীর ঢাকা অধিকার করেন কত সালে?

ক. ১৬০০ সালে খ. ১৬১০ সালে

গ. ১৫৩৮ সালে ঘ. ১৭৫৭ সালে

৩০. ভারতব্যাপী কোন আন্দোলন সংঘটিত হয়েছিল?

ক. ফকির আন্দোলন

খ. ফরায়েজি আন্দোলন

গ. সিপাহি আন্দোলন

ঘ. ব্রিটিশবিরোধী আন্দোলন

সঠিক উত্তর

অধ্যায় ১: ২১.ক ২২.খ ২৩.ঘ ২৪.গ ২৫.গ ২৬.ঘ ২৭.খ ২৮.ক ২৯.খ ৩০.ঘ

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)