অষ্টম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ - বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

৩১. ‘সুলতানি আমলে’ বাংলার রাজধানী কোথায় ছিল?

ক. ঢাকা খ. গৌড়

গ. সোনারগাঁ ঘ. লক্ষ্ণৌ

৩২. ছিয়াত্তরের মন্বন্তরের কারণ হলো —

i. অতিরিক্ত করের বোঝা

ii. ফসলে পোকার আক্রমণ

iii. পরপর তিন বছরের অনাবৃষ্টি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৩. বারো ভূঁইয়াদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন কে?

ক. শায়েস্তা খান খ. প্রতাপাদিত্য

গ. মুসা খান ঘ. ঈশা খাঁ

৩৪. প্রজাদের ওপর কখন শোষণ-নিপীড়ন বেড়ে যায়?

ক. বাংলায় যখন দুর্ভিক্ষ দেখা দেয়

খ. বাংলা যখন তুর্কিদের অধীনে চলে যায়

গ. বাংলা থেকে যখন পুঁজি পাচার শুরু হয়

ঘ. বাংলা যখন পর্তুগিজদের অধীনে ছিল

৩৫. দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে কাশিমবাজারে বাণিজ্য কুঠি স্থাপন করে?

ক. ১৬৫৬ সালে খ. ১৬৫৮ সালে

গ. ১৬৬০ সালে ঘ. ১৭৫৮ সালে

৩৬. দ্বৈত শাসন কী?

ক. একটি অদ্ভুত শাসনব্যবস্থা

খ. একটি বাণিজ্য ব্যবস্থা

গ. একটি এলাকা শাসনের চুক্তি

ঘ. কর আদায়ের ব্যবস্থা

৩৭. মহামতি অশোক কোন বংশের শাসক ছিলেন?

ক. গুপ্ত খ. মৌর্য

গ. পাল ঘ. পাঠান

৩৮. শশাঙ্কের মৃত্যুর পর কত বছর ধরে অরাজকতা চলতে থাকে?

ক. ৮০ বছর খ. ৯০ বছর

গ. ১০০ বছর ঘ. ১১০ বছর

৩৯. ভাস্কো-দা-গামা কোন দেশের নাবিক ছিলেন?

ক. মরক্কো খ. আমেরিকা

গ. পর্তুগিজ ঘ. ফরাসি

৪০. সেনরা বাংলায় এসেছিল কোথা থেকে?

ক. ব্রিটেন খ. উত্তর ভারত

গ. পশ্চিম ভারত ঘ. দক্ষিণ ভারত

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.গ ৩২.খ ৩৩.ঘ ৩৪.গ ৩৫.খ ৩৬.ক ৩৭.খ ৩৮.গ ৩৯.গ ৪০.ঘ

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)