অষ্টম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ - বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

৪১. বাংলার সিপাহি বিদ্রোহে কে নেতৃত্ব দেন?

ক. মঙ্গল পান্ডে খ. তিতুমীর

গ. নিসার আলী ঘ. আনসার আলী

৪২. কত সালে বঙ্গভঙ্গ হয়েছিল?

ক. ১৯০১ সালে খ. ১৯০৩ সালে

গ. ১৯০৫ সালে ঘ. ১৯০৬ সালে

৪৩. বার্নিয়ের কোন দেশের পর্যটক ছিলেন?

ক. ফরাসি খ. পর্তুগিজ

গ. ইংলিশ ঘ. স্প্যানিশ

৪৪. ছিয়াত্তরের মন্বন্তরের দুর্ভিক্ষে বাংলায় কত লোক মারা গিয়েছিল?

ক. প্রায় ৭০ লাখ খ. এক-তৃতীয়াংশ

গ. দুই-তৃতীয়াংশ ঘ. প্রায় ৩ কোটি

৪৫. শ্রীরামপুরে কত সালে মুদ্রণযন্ত্র স্থাপন হয়েছিল?

ক. ১৮২০ সালে খ. ১৮২১ সালে

গ. ১৮২৫ সালে ঘ. ১৮৩০ সালে

৪৬. চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় কত সালে?

ক. ১৭৯০ সালে খ. ১৭৯১ সালে

গ. ১৭৯২ সালে ঘ. ১৭৯৩ সালে

৪৭. কত সালে আলীবর্দী খাঁ মৃত্যুবরণ করেন?

ক. ১৭৫৭ সালে খ. ১৭৫৬ সালে

গ. ১৮৫৮ সালে ঘ. ১৮৫৭ সালে

৪৮. বঙ্গভঙ্গের বিরোধিতা করেন কারা?

ক. শিক্ষিত হিন্দু নেতারা

খ. অর্ধশিক্ষিত মুসলমানেরা

গ. বাংলা কৃষকেরা

ঘ. পূর্ব বাংলার নেতারা

৪৯. সেনদের হটিয়ে কে বাংলার ক্ষমতা দখল করে?

ক. বখতিয়ার খলজি

খ. মুহম্মদ ঘুরী

গ. আলাউদ্দিন হোসেন শাহ

ঘ. শায়েস্তা খান

৫০. ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কত সালে?

ক. ১৭৮১ সালে খ. ১৭৯১ সালে

গ. ১৭৯৩ সালে ঘ. ১৮০১ সালে

সঠিক উত্তর

অধ্যায় ১: ৪১.ক ৪২.গ ৪৩.ক ৪৪.খ ৪৫.খ ৪৬.ঘ ৪৭.খ ৪৮.ক ৪৯.ক ৫০.খ

মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)