অষ্টম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৭ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৭

১১. সরকারের আয়–ব্যয় নিয়ন্ত্রণ করে কে?

ক. রাষ্ট্রপতি খ. জনগণ

গ. জাতীয় সংসদ ঘ. হিসাব বিভাগ

১২. বাংলাদেশের জাতীয় তহবিলের অভিভাবক কে?

ক. জনগণ খ. জাতীয় সংসদ

গ. রাষ্ট্রপতি গ. প্রধানমন্ত্রী

১৩. সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে?

ক. এক খ. দুই

গ. তিন ঘ. চার

১৪. বাংলাদেশের গ্রামাঞ্চলে কত স্তরবিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো চালু আছে?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. ছয়

১৫. স্থানীয় সরকার কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?

ক. থানা খ. ইউনিয়ন পরিষদ

গ. গ্রাম সরকার ঘ. উপজেলা পরিষদ

১৬. নিচের কোন স্থানীয় সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয় না?

ক. ইউনিয়ন পরিষদ

খ. পৌরসভা

গ. উপজেলা পরিষদ

ঘ. জেলা পরিষদ

১৭. ক্ষমতা বণ্টনের নীতির ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?

ক. ৫ ভাগে খ. ৪ ভাগে

গ. ৩ ভাগে ঘ. ২ ভাগে

১৮. জনগণের ভোটে যে সরকারের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন, সে নির্বাচিত সরকারকে কী বলা হয়?

ক. রাজতান্ত্রিক

খ. একনায়কতন্ত্র

গ. প্রজাতান্ত্রিক

ঘ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র

১৯. যে সরকারে কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে, তাকে কোন ধরনের সরকার বলা হয়?

ক. এককেন্দ্রিক সরকার

খ. যুক্তরাষ্ট্রীয় সরকার

গ. রাজতান্ত্রিক সরকার

ঘ. একনায়কতান্ত্রিক সরকার

২০. আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে?

ক. ২ ভাগে খ. ৩ ভাগে

গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে

সঠিক উত্তর

অধ্যায় ৭: ১১.গ ১২.খ ১৩.খ ১৪.খ ১৫.খ ১৬.ঘ ১৭.ঘ ১৮.গ ১৯.ক ২০.ক

মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা

পূর্বের দিনের পড়া