অষ্টম শ্রেণি – বিজ্ঞান | অধ্যায় ১ - বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

৩১. প্রথম প্রাণীর বৈশিষ্ট্য চিহ্নিত করেন কে?

ক. অ্যারিস্টটল

খ. গ্রেগর জোহান মেন্ডেল

গ. কারোলাস লিনিয়াস

ঘ. জন রে

৩২. একটি জীবের বৈজ্ঞানিক নাম কোন ভাষায় লিখতে হয়?

ক. বাংলা খ. ইংরেজি ও বাংলা

গ. লাটিন ঘ. ইংরেজি ও লাটিন

৩৩. ‘স্পঞ্জ’ নামে পরিচিত কোন পর্বের প্রাণী?

ক. নিডারিয়া খ. পরিফেরা

গ. মলাস্কা ঘ. কর্ডাটা

৩৪. আধুনিক শ্রেণিবিজ্ঞানে সকল প্রাণী কোন জগতের অন্তর্ভুক্ত?

ক. অ্যানিম্যালিয়া খ. সরীসৃপ

গ. ভার্টিব্রাটা ঘ. নিডারিয়া

৩৫. শীতল রক্তের প্রাণী কোন পর্বের?

ক. অসটিকথিস খ. উভচর

গ. মলাস্কা ঘ. নেমাডো

৩৬. হিমোসিল কোন প্রাণীর বৈশিষ্ট্য?

ক. আর্থ্রোপোডা খ. ভার্টিব্রাটা

গ. সরীসৃপ ঘ. মেরুদণ্ডী

৩৭. কাইটিনসমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত থাকে কোন পর্বের প্রাণী?

ক. আর্থ্রোপোডা খ. মলাস্কা

গ. পরিফেরা ঘ. নেমাটোডা

৩৮. অরীয় প্রতিসম প্রাণীর উদাহরণ কোনটি?

ক. সিটা খ. লার্ভা

গ. তারা মাছ ঘ. হাইড্রা

৩৯. মস্তিষ্ক কোথায় সুরক্ষিত থাকে?

ক. মাথায় খ. করোটিতে

গ. সিলোমে ঘ. গ্যানয়েডে

৪০. অ্যানিম্যালিয়া জগতের প্রাণীদের নয়টি পর্বের মধ্যে অমেরুদণ্ডী পর্বের সংখ্যা কত?

ক. ৫ খ. ৬

গ. ৭ ঘ. ৮

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.গ ৩২.ঘ ৩৩.খ ৩৪.ক ৩৫.খ ৩৬.ক ৩৭.ক ৩৮.গ ৩৯.খ ৪০.ঘ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি-প্রশ্ন (২১-৩০) | বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০) ▶