অষ্টম শ্রেণি – বিজ্ঞান | অধ্যায় ১ - বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

৪১. হাইড্রার দেহগহ্বরকে কী বলে?

ক. সিলোম খ. সিলেন্টেরন

গ. মলাস্কা ঘ. ড্রপ

৪২. তারা মাছ কোন পর্বের প্রাণী?

ক. আর্থ্রোপোডা খ. মলাস্কা

গ. একাইনোডার্মাটা ঘ. পরিফেরা

৪৩. দ্বিপদ নামকরণের আরেক নাম কী?

ক. শ্রেণিবিন্যাস খ. বৈজ্ঞানিক নামকরণ

গ. প্রজাতি ঘ. পর্ব

৪৪. হিমোসিল কী?

ক. সিলোম খ. রক্তপূর্ণ গহ্বর

গ. সিটা ঘ. কোষ

৪৫. কেঁচো চলাচল করে কিসের সাহায্যে ?

ক. সিটা খ. নালীপদ

গ. ক্ষণপদ ঘ. অ্যান্টেনা

৪৬. একটি জীবের বৈজ্ঞানিক নামের কয়টি অংশ থাকে?

ক. একটি খ. দুইটি

গ. তিনটি ঘ. চারটি

৪৭. ওবেলিয়া কোন পর্বের প্রাণী?

ক. আর্থ্রোপোডা খ. নিডারিয়া

গ. একাইনোডার্মাটা ঘ. পরিফেরা

৪৮. সিলেন্টেরন কোন প্রাণীর বৈশিষ্ট্য?

ক. ওবেলিয়া খ. তারামাছ

গ. স্পঞ্জ ঘ. লার্ভা

৪৯. নেফ্রিডিয়া কী ধরনের কাজ করে থাকে?

ক. রেচন খ. পরিবহন

গ. পরিপাক ঘ. শ্বসন

৫০. সমুদ্র শশা কোন পর্বের প্রাণী?

ক. আর্থ্রোপোডা খ. নিডারিয়া

গ. একাইনোডার্মাটা ঘ. পরিফেরা

সঠিক উত্তর

অধ্যায় ১: ৪১.খ ৪২.গ ৪৩.খ ৪৪.খ ৪৫.ক ৪৬.খ ৪৭.খ ৪৮.ক ৪৯.ক ৫০.গ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি-প্রশ্ন (৩১-৪০)