অষ্টম শ্রেণি – বিজ্ঞান | অধ্যায় ২ - বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

১. জিন তত্ত্বের জনক কে?

ক. চার্লস ডারউইন

খ. গ্রেগর জোহান মেন্ডেল

গ. আইজাক নিউটন

ঘ. মাইকেল ফ্যারাডে

২. কোন কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায়?

ক. মাইটোসিস খ. মিয়োসিস

গ. মেটাফেজ ঘ. এনাফেজ

৩. জনন কোষ উত্পন্নের সময় কোন কোষ বিভাজন ঘটে?

ক. মিয়োসিস খ. মাইটোসিস

গ. টেলোফেজ ঘ. প্রোফেজ

৪. কখন কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়?

ক. প্রোফেজে খ. মেটাফেজে

গ. টেলোফেজে ঘ. মিয়োসিসে

৫. কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে?

ক. মিয়োসিস খ. মেটাফেজ

গ. প্রো-মেটাফেজ ঘ. অ্যানাফেজ

৬. কী বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনেসিস শুরু হয়?

ক. নিউক্লিয়াস খ. মিয়োসিস

গ. প্রোটোপ্লাজম ঘ. মাইটোসিস

৭. প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশপরম্পরায় টিকে থাকতে পারে কোন কোষ বিভাজনের কারণে?

ক. মিয়োসিস খ. মাইটোসিস

গ. নিউক্লিয়াস ঘ. টেলোফেজ

৮. বংশগত ধারা সম্পর্কে সঠিক ধারণা কে দেন?

ক. অ্যাইজ্যাক নিউটন

খ. গ্রেগর জোহান মেন্ডেল

গ. আইনস্টাইন

ঘ. চার্লস ডারউইন

৯. ক্রোমোজোমের প্রধান উপাদান কী?

ক. ডিএনএ খ. আরএনএ

গ. প্রোটোপ্লাজম ঘ. নিউক্লিয়াস

১০. বংশগতির ধারক কোনটি?

ক. নিউক্লিয়াস খ. জিন

গ. ক্রোমাটিড ঘ. জাইগোট

সঠিক উত্তর

অধ্যায় ২: ১.খ ২.ক ৩.ক ৪.ক ৫.গ ৬.ক ৭.ক ৮.খ ৯.ক ১০.খ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০) ▶

আরও পড়ুন