অষ্টম শ্রেণি – বিজ্ঞান | অধ্যায় ২ - বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

অষ্টম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

২১. মিয়োসিসে কোষ পরপর কয়বার বিভাজিত হয়?

ক. দুবার খ. তিনবার

গ. চারবার ঘ. পাঁচবার

২২. মাইটোসিসের কোন ধাপে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব ঘটে?

ক. প্রোফেজ খ. মেটাফেজ

গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ

২৩. যখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে, তখন সে অবস্থাকে কী বলে?

ক. হ্যাপ্লয়েড খ. ডিপ্লয়েড

গ. ট্রিপ্লয়েড ঘ. টেট্রাপ্লয়েড

২৪. মিয়োসিস বিভাজনে —

i. নিউক্লিয়াস দুবার বিভক্ত হয়

ii. চারটি অপত্য কোষের সৃষ্টি হয়

iii. অপত্য কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কতটি?

ক. ২২টি খ. ২৩টি

গ. ৪৪টি ঘ. ৪৬টি

২৬. মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটি?

ক. ডিএনএ খ. আরএনএ

গ. নিউক্লিওলাস ঘ. সেন্ট্রোমিয়ার

২৭. ক্রোমোজোমের প্রধান উপাদান কোনটি?

ক. সেন্ট্রোমিয়ার খ. নিউক্লিওলাস

গ. আরএনএ ঘ. ডিএনএ

২৮. প্রতিটি ক্রোমোজোমের প্রধান কয়টি অংশ থাকে?

ক. দুটি খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

২৯. কোনটিকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয়?

ক. নিউক্লিওলাসকে

খ. নিউক্লিওপ্লাজমকে

গ. ক্রোমোজোমকে

ঘ. নিউক্লিয়ার আবরণীকে

৩০. ক্রোমাটিড দুটি যে নির্দিষ্ট স্থানে পরস্পর যুক্ত থাকে, তাকে কী বলে?

ক. স্পিন্ডল তন্তু

খ. সেন্ট্রোমিয়ার

গ. নিউক্লিওলাস

ঘ. নিউক্লিয়ার আবরণী

সঠিক উত্তর

অধ্যায় ২: ২১.ক ২২.ঘ ২৩.খ ২৪.ক ২৫.ঘ ২৬.ক ২৭.ঘ ২৮.ক ২৯.গ ৩০.খ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি-প্রশ্ন (১১-২০) | বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০) ▶