এইচএসসি ২০২২ - ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৬১. সম্পদ সর্বাধিকরণ নীতির সহায়ক নীতি —

i. নিট নগদ প্রবাহ নীতি

ii. সুযোগ ব্যয় নীতি

iii. অর্থের সময় মূল্য নীতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬২. চলতি সম্পদে বিনিয়োগ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেলে —

i. অসচ্ছলতাজনিত বা দেউলিয়াত্বের ঝুঁকি হ্রাস পায়

ii. মুনাফা অর্জন ক্ষমতা হ্রাস পায়

iii. তারল্য হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৩. চলতি সম্পদে বিনিয়োগ অপর্যাপ্ত হলে কী হয়?

i. দেউলিয়াত্ব ঝুঁকি বৃদ্ধি পায়

ii. তারল্য বৃদ্ধি পায়

iii. উৎপাদন বিঘ্নিত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৪. সম্পদ সর্বাধিকরণকে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য মনে করার কারণ —

i. অর্থের সময় মূল্য বিবেচনা

ii. নগদ প্রবাহ ও ঝুঁকি বিবেচনা

iii. ফার্মের নিট মূল্য বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি বিবেচনা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৫. একজন আর্থিক ব্যবস্থাপক প্রতিষ্ঠানের তারল্য নীতি নির্ধারণের সময় নিচের কোন বিষয়টি বিবেচনা করবেন?

i. উৎপাদনের পরিমাণ

ii. ধারে বিক্রয়ের হার

iii. স্বল্পমেয়াদি ঋণের সহজপ্রাপ্যতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৬. ব্যবসায় প্রতিষ্ঠানের তারল্য বৃদ্ধি করার জন্য কী করা হয়ে থাকে?

i. ধারে বিক্রি থেকে আদায়ের সময় হ্রাস

ii. উৎপাদনের সময় হ্রাস

iii. সহজ শর্তে স্বল্পমেয়াদি ঋণ গ্রহণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৭. ব্যবসায় চক্র বিশ্লেষণের ক্ষেত্রে সাধারণত যে ধরনের অর্থনৈতিক পরিস্থিতি কল্পনা করা হয় —

i. খুব ভালো পরিস্থিতি

ii. স্বাভাবিক পরিস্থিতি

iii. মন্দা বা খারাপ পরিস্থিতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৮. লভ্যাংশ প্রদানের সময় বিবেচনা করা হয় —

i. শেয়ারহোল্ডারদের প্রত্যাশা

ii. নগদ অর্থের পরিমাণ বা তারল্য

iii. মুনাফার কতটা অংশ ভবিষ্যৎ বিনিয়োগের জন্য সংরক্ষণ করা হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৯. সামাজিক দায়িত্বের অংশ হিসেবে আর্থিক ব্যবস্থাপক নিচের কোনটি করবেন?

i. পাওনাদারদের স্বার্থরক্ষা

ii. ন্যায্য মজুরি প্রদান

iii. সম্পদের সুষ্ঠু ব্যবহার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭০. তারল্য বৃদ্ধি পেলে —

i. মুনাফা হ্রাস পায়

ii. মুনাফা বৃদ্ধি পায়

iii. ব্যয় হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ৬১.ঘ ৬২.ক ৬৩.খ ৬৪.গ ৬৫.ঘ ৬৬.ঘ ৬৭.ঘ ৬৮.ঘ ৬৯.ঘ ৭০.গ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০) | বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০) ▶