এইচএসসি ২০২২ - ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ১

৭১. স্বতঃস্ফূর্ত অর্থায়ন হলো —

i. ব্যবসায় ঋণ

ii. ঘূর্ণায়মান ঋণ

iii. বকেয়া খরচ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭২. সম্পদ সর্বাধিকরণ ধারণায় বিবেচনা করা হয় —

i. কারবারের নগদ মুনাফা

ii. অর্থের সময়মূল্য

iii. সব নগদ ও অনগদ প্রবাহ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭৩. অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎস —

i. ঋণরেখা

ii. ব্যবসায় ঋণ

iii. ক্রেতাদের নিকট থেকে অগ্রিম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ৭৪ ও ৭৫ নম্বর প্রশ্নের উত্তর দাও

জামান তার বড় ভাইয়ের সঙ্গে একটি ব্যবসায় করার ব্যাপারে আলোচনা করছে। ব্যবসায়টি শুরু করতে হলে যে পরিমাণ মূলধন প্রয়োজন, সেটা জামানের হাতে নেই। তাই তাকে বাইরের কারও নিকট থেকে ঋণ করতে হবে। ব্যবসায় থেকে মুনাফা অর্জিত হলে, সেটা দিয়ে কী করবে, এ বিষয়ে জামান এখনো সিদ্ধান্ত নিতে পারেনি।

৭৪. বড় ভাইয়ের সঙ্গে জামানের আলোচনা কোন ধরনের সিদ্ধান্ত?

ক. লভ্যাংশ সিদ্ধান্ত

খ. বিনিয়োগ সিদ্ধান্ত

গ. অর্থসংস্থান সিদ্ধান্ত

ঘ. তারল্য সিদ্ধান্ত

৭৫. বাইরের থেকে ঋণ গ্রহণের বিষয়টি কোন ধরনের সিদ্ধান্ত?

ক. অর্থসংস্থান সিদ্ধান্ত

খ. বিনিয়োগ সিদ্ধান্ত

গ. তারল্য সিদ্ধান্ত

ঘ. বাহ্যিক সিদ্ধান্ত

নিচের উদ্দীপকটি পড়ে ৭৬ ও ৭৭ নম্বর প্রশ্নের উত্তর দাও

জনাব আবু তাহের নিজের গ্রামে মুদি দোকানের ব্যবসায় শুরু করেন। গত এক বছরে খুব একটা সুবিধা করতে পারেননি। এলাকার কয়েকজনের পরামর্শে তিনি দোকানে আরও মালামাল ওঠানোর জন্য ঋণ গ্রহণের কথা ভাবছেন। স্থানীয় একটি সমবায় সমিতি আবু তাহেরকে স্বল্প সুদে ঋণ দিতে রাজি হয়েছে। ছয় মাসের মধ্যে সেই ঋণ পরিশোধ করতে হবে। এর বিকল্প হিসেবে জনাব তাহের আত্মীয়স্বজনের কাছ থেকেও ঋণ নিতে পারেন।

৭৬. অর্থায়নের দৃষ্টিকোণ থেকে সমবায় সমিতির ঋণটি কোন ধরনের?

ক. প্রাতিষ্ঠানিক

খ. অপ্রাতিষ্ঠানিক

গ. সুদবিহীন

ঘ. ব্যক্তিগত ঋণ

৭৭. মেয়াদের দৃষ্টিকোণ থেকে সমবায় সমিতির ঋণটি কোন ধরনের?

ক. দীর্ঘমেয়াদি

খ. স্বল্পমেয়াদি

গ. মধ্যমেয়াদি

ঘ. আংশিক দীর্ঘমেয়াদি

উদ্দীপকটি পড়ে ৭৮ ও ৭৯ নম্বর প্রশ্নের উত্তর দাও

সেলিম তার নিজ এলাকায় একটি ক্ষুদ্র ব্যবসায় চালু করার কথা চিন্তা করছেন। প্রাথমিকভাবে ব্যবসায়টি পরিচালনার জন্য তার ২–৩ জন কর্মচারীর প্রয়োজন হবে। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে সেলিম ট্রেড লাইসেন্স করার এবং নিয়মিত কর পরিশোধের কথা ভাবছেন।

৭৮. ব্যক্তিগত মুনাফা অর্জন ছাড়া আর কোন সামাজিক কল্যাণ হবে?

ক. পরিবেশদূষণ হ্রাস

খ. ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি

গ. শ্রমিকস্বার্থ রক্ষা

ঘ. কর্মসংস্থান

৭৯. সেলিমের ব্যবসায় লাভজনক হলে সরকারের লাভ কী?

ক. মুনাফা বৃদ্ধি

খ. সম্পদের সর্বোত্তম ব্যবহার

গ. করপ্রাপ্তি

ঘ. সমর্থন বৃদ্ধি

উদ্দীপকটি পড়ে ৮০ ও ৮১ নম্বর প্রশ্নগুলোর উত্তর দাও

দীন মোহাম্মদ একটি ফার্মের মালিক। গত বছর তাঁর আয় হয় ১ কোটি টাকা। তারল্য হিসেবে ২০ লক্ষ টাকা রেখে অবশিষ্ট ৮০ লাখ টাকা পোস্ট অফিসে জমা রাখেন।

৮০. দৈনন্দিন কার্যপরিচালনায় নগদ অর্থ হাতে রাখার জন্য দীন মোহাম্মদের কোন নীতি মেনে চলা উচিত?

ক. ঝুঁকি ও মুনাফার নীতি

খ. তারল্য ও মুনাফার নীতি

গ. পোর্টফোলিও বৈচিত্র্যায়ণের নীতি

ঘ. অর্থের সময় মূল্য নীতি

সঠিক উত্তর

অধ্যায় ১: ৭১.খ ৭২.গ ৭৩.গ ৭৪.খ ৭৫.ক ৭৬.ক ৭৭.খ ৭৮.ঘ ৭৯.গ ৮০.খ

মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রভাষক, সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)