এইচএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | লালসালু : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

লালসালু

৩১. ‘ধান দিয়া কী হইব, মানুষের জান যদি না থাকে?’ — উক্তিটি কার?

ক. আমেনা বিবির খ. জমিলার

গ. রহিমার ঘ. হাসুনির মায়ের

৩২. আমেনাকে তালাক দেওয়ার পরামর্শ দেন কে?

ক. তানু বিবি খ. ধলা মিয়া

গ. মজিদ ঘ. চেয়ারম্যান

৩৩. মজিদ খালেক ব্যাপারীকে কী পরামর্শ দেয়?

ক. আমেনাকে তালাক দেওয়ার

খ. মাজার ভেঙে ফেলার

গ. মক্তব পাকা দালান করার

ঘ. মসজিদ নির্মাণ করার

৩৪. ‘দশ কথায় রা নেই, রক্তে রাগ নেই’ — উক্তিটিতে রহিমা চরিত্রের কোন বিষয়টি ফুটে উঠেছে?

ক. শান্ত নিরীহ ভাব খ. অভিমানী ভাব

গ. কর্তব্যহীনতা ঘ. স্বামীর প্রতি আনুগত্য

৩৫. ‘আসলে সে ঠান্ডা ভীতু মানুষ’। — কার কথা বলা হয়েছে?

ক. জমিলা খ. মজিদ

গ. রহিমা ঘ. ব্যাপারী

৩৬. মহব্বতনগরের সামাজিক নেতৃত্ব কার হাতে ছিল?

ক. মজিদের খ. খালেক ব্যাপারীর

গ. আক্কাস আলির ঘ. মোদাচ্ছের পিরের

৩৭. ‘লালসালু’ উপন্যাসে মাঠের ধান নষ্ট হয়ে যায় কেন?

ক. ঝোড়ো বৃষ্টি হলে খ. ঘন বৃষ্টি হলে

গ. শিলাবৃষ্টি হলে ঘ. কালবৈশাখীতে

৩৮. ‘বেগানা’ শব্দের অর্থ কী?

ক. অনাত্মীয় খ. বেপর্দা

গ. আত্মীয় ঘ. পর্দানশীন

৩৯. উপন্যাসের বর্ণনায় ‘লালসালু’ উপন্যাসে মহব্বতনগরে নবাগত লোকটির কোটরাগত চোখে কী ছিল?

ক. ক্ষোভ খ. আগুন

গ. রাগ ঘ. প্রতিহিংসার আগুন

৪০. তাহের-কাদেরের বাপ নিরুদ্দেশ হয়েছিল কেন?

ক. অপমানের কারণে খ. স্ত্রীর সঙ্গে ঝগড়া করে

গ. মনের বৈরাগ্যে ঘ. দারিদ্র্যের কারণে

সঠিক উত্তর

লালসালু: ৩১.গ ৩২.গ ৩৩.ক ৩৪.ঘ ৩৫.গ ৩৬.খ ৩৭.গ ৩৮.ক ৩৯.খ ৪০.ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)