এইচএসসি ২০২২ - ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

অধ্যায় ৩

১১. ঋণদাতা ও ঋণগ্রহীতার মধ্যে চুক্তিবদ্ধ বার্ষিক সুদ কোনটি?

ক. চক্রবৃদ্ধি সুদ খ. নামিক সুদ

গ. সরল সুদ ঘ. কার্যকরী সুদ

১২. চক্রবৃদ্ধি সুদ বছরে একাধিকবার গণনা করা হলে বছর শেষে প্রাপ্ত সুদের হারকে বলা হয়?

ক. চক্রবৃদ্ধি সুদ খ. নামিক সুদ

গ. প্রকৃত সুদ ঘ. কার্যকরী সুদ

১৩. বছরের চক্রবৃদ্ধি সংখ্যা বাড়তে থাকলে কী হয়?

ক. কার্যকরী সুদের হার কমতে থাকে

খ. নামিক সুদের হার বাড়তে থাকে

গ. কার্যকরী সুদের হার বাড়তে থাকে

ঘ. নামিক সুদের হার কমতে থাকে

১৪. অর্থের সময়মূল্য নির্ণয়ের কৌশল কয়টি?

ক. ২টি খ. ৩টি

গ. ৬টি ঘ. ৮টি

১৫. একের অধিক অসমান নগদ প্রাপ্তি বা প্রদান ঘটলে তাকে কী বলা হয়?

ক. এককালীন নগদ প্রবাহ

খ. সাধারণ বার্ষিক বৃত্তি

গ. মিশ্র নগদ প্রবাহ

ঘ. অগ্রিম বার্ষিক বৃত্তি

১৬. কখন অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য সমান হবে?

ক. যখন বছর ( n) = ১ হবে

খ. যখন সুদের হার ( i) = ১% হবে

গ. যখন সুদের হার ( i) = ০% হবে

ঘ. যখন সুদের হার ( i) = -১% হবে

১৭. ত্রৈমাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা (m) কত হয়ে থাকে?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৬

১৮. চক্রবৃদ্ধির পরিমাণ বাড়াতে থাকলে বর্তমান মূল্য কী হবে?

ক. বাড়বে

খ. কমবে

গ. অপরিবর্তিত থাকবে

ঘ. শূন্য হবে

১৯. নির্দিষ্ট সময় পর অর্জিত সুদাসলের সঙ্গে প্রাপ্ত সুদাসলের ওপর পরবর্তী সময়ের যে সুদ নির্ণয় করা হয়, তাকে কী বলে?

ক. চক্রবৃদ্ধি সুদ খ. নামিক সুদ

গ. সরল সুদ ঘ. কার্যকরী সুদ

২০. চক্রবৃদ্ধি সুদের পৌনঃপুনিকতা বাড়তে থাকলে প্রকৃত বা কার্যকরী সুদের হার কী হবে?

ক. বাড়বে

খ. কমবে

গ. অপরিবর্তিত থাকবে

ঘ. শূন্য হবে

সঠিক উত্তর

অধ্যায় ৩: ১১.খ ১২.ঘ ১৩.গ ১৪.ক ১৫.গ ১৬.গ ১৭.গ ১৮.খ ১৯.ক ২০.ক

নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষক, সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন