এইচএসসি ২০২২ - ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

অধ্যায় ৩

২১. এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য বাদ দিলে যা পাওয়া যায়, তা কী?

ক. সুদ খ. আসল

গ. সুদাসল ঘ. নিট মূলধন

২২. ঋণ পরিশোধ তালিকায় আসল পরিশোধের পরিমাণ ক্রমান্বয়ে কী হয়?

ক. স্থির থাকে খ. হ্রাস পায়

গ. বৃদ্ধি পায় ঘ. বছর শেষে হ্রাস পায়

২৩. ঋণ পরিশোধ তালিকায় কিস্তির পরিমাণ কী হয়?

ক. ক্রমান্বয়ে হ্রাস পায়

খ. স্থির থাকে

গ. ক্রমান্বয়ে বৃদ্ধি পায়

ঘ. শেষ বছরে সর্বোচ্চ থাকে

২৪. কোন ক্ষেত্রে অর্থের সময় মূল্যের প্রয়োগ সবচেয়ে বেশি?

ক. চলতি মূলধন ব্যবস্থাপনায়

খ. লভ্যাংশ সিদ্ধান্তে

গ. অর্থসংস্থান সিদ্ধান্তে

ঘ. বিনিয়োগ সিদ্ধান্তে

২৫. অর্থের সময় অগ্রাধিকারের কারণ হলো —

i. অনিশ্চয়তা

ii. মুদ্রাস্ফীতি

iii. বিনিয়োগের সুযোগ

নিচের কোনটি সঠিক?

ক. i ও i খ. i ও iii

গ. ii ও ii ঘ. i, ii ও iii

২৬. যদি জনাব হাবিব ১৫,০০০ টাকা ৭.৫% সরল সুদে ৫ বছরের জন্য বিনিয়োগ করে, তবে তিনি কত টাকা সুদ পাবেন?

ক. ১,১২৫ খ. ৩,৩৭৫

গ. ৫,৬২৫ ঘ. ৭,৫০০

২৭. হামযা ১৫% চক্রবৃদ্ধি সুদে ৫০,০০০ টাকা ৫ বছরের জন্য ব্যাংকে জমা রাখলে ৫ বছরে মোট কত টাকা পাবে?

ক. ৯৯,৫৯৭.৬৭

খ. ১,০০,৫৬৭.৮৬

গ. ১,০৩,৯৪৬.৪১

ঘ. ১,৩৭,৫০০

২৮. বিধি-৬৯ তখনই ব্যবহার করা যাবে, যখন —

ক. সুদ বছরে অবিরত চক্রবৃদ্ধি হবে এবং বিনিয়োগ দ্বিগুণ হবে

খ. সুদ বছরে একবার চক্রবৃদ্ধি হবে এবং বিনিয়োগ স্বাভাবিক থাকবে

গ. সুদ বছরে অবিরত চক্রবৃদ্ধি হবে এবং বিনিয়োগ স্বাভাবিক থাকবে

ঘ. সুদ বছরে একবার চক্রবৃদ্ধি হবে এবং বিনিয়োগ দ্বিগুণ হবে

২৯. রাকিব সাহেব ৩ বছর পর ২৫,০০০ টাকা পেতে চান। সুদের হার ১০% হলে আজ তাকে ব্যাংকে কত টাকা জমা দিতে হবে?

ক. ১৭,৮৮৪.৫৬ খ. ১৮,৭৮৩

গ. ২০,০০০ ঘ. ৩৩,২৭৫

৩০. অধিক সুদ প্রদান করা হয় কোন ক্ষেত্রে?

ক. সরল সুদ

খ. বার্ষিক চক্রবৃদ্ধিতে

গ. অবিরত চক্রবৃদ্ধিতে

ঘ. অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে

সঠিক উত্তর

অধ্যায় ৩: ২১.ক ২২.খ ২৩.খ ২৪.ঘ ২৫.ঘ ২৬.ক ২৭.খ ২৮.ক ২৯.খ ৩০.গ

নির্মল ইন্দু সরকার, সাবেক প্রভাষক, সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন