এইচএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | বিলাসী : বহুনির্বাচনি প্রশ্ন

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

বিলাসী

১১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন?

ক. ২২ বছর খ. ২৪ বছর

গ. ৩০ বছর ঘ. ৩৫ বছর

১২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?

ক. ১৯৩৬ খ. ১৯৩৭

গ. ১৯৩৮ ঘ. ১৯৩৯

১৩. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?

ক. দুর্গেশনন্দিনী খ. মন্দির

গ. গৃহদাহ ঘ. গোরা

১৪. ন্যাড়াদের বিদ্যালয়ে যাতায়াতে কত ক্রোশ পথ পাড়ি দিতে হতো?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. ছয়

১৫. পল্লীগ্রামের ছেলেদের বিদ্যা অর্জনের জন্য সকাল কয়টায় বের হতে হয়?

ক. ৫টায় খ. ৬টায়

গ. ৭টায় ঘ. ৮টায়

১৬. ‘বিলাসী’ গল্পের পল্লিবালকদের কোন সময় ধুলার সাগর পাড়ি দিয়ে স্কুলে যেতে হতো?

ক. গ্রীষ্মকালে খ. বসন্তকালে

গ. শীতকালে ঘ. হেমন্তকালে

১৭. স্কুলে যাওয়ার দুই ক্রোশের মধ্যে এমন আরও কয়টি গ্রাম পার হতে হয়?

ক. তিনটি খ. চারটি

গ. পাঁচটি ঘ. সাতটি

১৮. ‘বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসের ছাত্র ছিল?

ক. ফার্স্ট খ. সেকেন্ড

গ. থার্ড ঘ. ফোর্থ

১৯. স্কুলের পথে মাঝেমধ্যে ন্যাড়ার সঙ্গে কার দেখা হতো?

ক. বিলাসী খ. খুড়া

গ. মৃত্যুঞ্জয় ঘ. বিলাসীর বাবা

২০. মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল?

ক. জাম-লিচুর খ. কাঁঠাল-লিচুর

গ. আম-জামের ঘ. আম-কাঁঠালের

আরও পড়ুন

সঠিক উত্তর

বিলাসী: ১১.খ ১২.গ ১৩.গ ১৪.গ ১৫.ঘ ১৬.ক ১৭.ক ১৮.গ ১৯.গ ২০.ঘ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন

আরও পড়ুন