এইচএসসি ২০২৩ - বাংলা ১ম পত্র | বিলাসী : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

বিলাসী

২১. ‘বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয় কয় মাস ধরে শয্যাগত ছিল?

ক. এক খ. দুই

গ. দেড় ঘ. আড়াই

২২. কে মৃত্যুঞ্জয়কে বাঁচিয়ে তোলার ভার গ্রহণ করে?

ক. বিলাসী খ. খুড়া

গ. ন্যাড়া ঘ. বিলাসীর বাবা

২৩. লেখক কত দিন মৃত্যুঞ্জয়ের খবর নেননি?

ক. প্রায় এক মাস

খ. প্রায় দুই মাস

গ. প্রায় তিন মাস

ঘ. প্রায় চার মাস

২৪. ‘ওরে বাপরে! আমি একলা থাকতে পারব না।’– উক্তিটি কার?

ক. বিলাসীর

খ. ন্যাড়ার

গ. খুড়ার

ঘ. গল্পকথকের আত্মীয়ের স্ত্রীর

২৫. ন্যাড়ার আত্মীয়ের সংসার কত বছরের?

ক. পনেরো খ. বিশ

গ. পঁচিশ ঘ. ত্রিশ

২৬. ‘বাবুরা, আমাকে একটিবার ছেড়ে দাও।’— উক্তিটি কার?

ক. বিলাসী খ. ন্যাড়া

গ. মৃত্যুঞ্জয় ঘ. খুড়া

২৭. মুখোপাধ্যায়ের বিধবা পুত্রবধূ মনের বৈরাগ্যে কত বছর কাশীবাস করেন?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

২৮. ছোটবাবু গ্রামের বারোয়ারি পূজার জন্য কত টাকা দান করেন?

ক. একশত খ. দুইশত

গ. পাঁচশত ঘ. এক হাজার

২৯. ‘তুমি না আগলালে সে রাত্তিরে আমাকে তারা মেরেই ফেলত।’—উক্তিটি কার?

ক. মৃত্যুঞ্জয়ের খ. খুড়ার

গ. বিলাসীর ঘ. ন্যাড়ার

৩০. ‘মাঝে মাঝে আমাদের গুরু–শিষ্যের সহিত বিলাসী তর্ক করিত।’ কী বিষয়ে?

ক. সাপ ধরা খ. শিকড় বিক্রি

গ. বিষ সংগ্রহ ঘ. বিষদাঁত ভাঙা

সঠিক উত্তর

বিলাসী: ২১.গ ২২.ক ২৩.খ ২৪.ঘ ২৫.গ ২৬.ক ২৭.ক ২৮.খ ২৯.গ ৩০.খ

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা