প্রশ্ন :
নিচের অনুচ্ছেদ থেকে বিশেষ্য পদ খুঁজে বের করো।
রবীন্দ্রনাথ বাংলা ভাষার কবি, বিশ্বকবি। গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পান। সারা বিশ্বের বিদগ্ধজন যেমন আইনস্টাইন, রোমাঁ রোলাঁ, ইয়েটস প্রমুখের সঙ্গে তাঁর বন্ধুত্ব গড়ে উঠেছিল। আবার ইতালির মুসোলিনিকে নিয়ে তিনি এঁকেছিলেন ব্যঙ্গচিত্র।
উত্তর: বিশেষ্য পদ: রবীন্দ্রনাথ, বাংলা, গীতাঞ্জলি, নোবেল, আইনস্টাইন, রোমাঁ রোলাঁ, ইয়েটস, বন্ধুত্ব, ইতালি, মুসোলিনি, ব্যঙ্গচিত্র।
প্রশ্ন :
নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করো।
এখন প্রচণ্ড শীত। কফিল ঠান্ডা থেকে রক্ষা পেতে উঠানে বসে সকালের মিষ্টি রোদে গা গরম করছিল। রান্নাঘর থেকে মা তাকে ডাক দেয় ভাপা পিঠা খেতে। তার মায়ের হাতের পিঠা যেন অমৃত। লোভাতুর জিহ্বার পরিতৃপ্তি সাধনে সে নগ্নপায়ে রান্নাঘরে দৌড় দেয়।
উত্তর: বিশেষণ পদ: প্রচণ্ড, মিষ্টি, অমৃত, লোভাতুর, নগ্নপায়ে।
প্রশ্ন :
নিচের অনুচ্ছেদ থেকে বিশেষ্য পদ খুঁজে বের করো।
নয়টাও হয়নি, এর মধ্যেই রশীদের চায়ের স্টল বন্ধ হয়ে গেছে। মডার্ন লন্ড্রিও ঝাঁপ ফেলে দিয়েছে। একবার মনে হলো হয়তো আমার নিজের ঘড়িই বন্ধ হয়ে আছে, রাত বাড়ছে ঠিকই টের পাচ্ছি।
উত্তর: বিশেষ্য পদ: রশীদ, চায়ের স্টল, মডার্ন লন্ড্রি, ঘড়ি, রাত।
প্রশ্ন :
নিচের অনুচ্ছেদ থেকে সর্বনাম পদ খুঁজে বের করো।
কালো মেঘে আকাশ ছেয়ে গেছে। তারপর টিপটিপ করে বৃষ্টি পড়তে আরম্ভ করল। রিমা ছোট কালো ছাতাটি নিয়ে বের হলো। সে ভাবল, একটা বড় ছাতা নিয়ে বের হলে ভালো হতো।
উত্তর: সর্বনাম পদ: কালো, টিপটিপ, ছেয়ে; ছোট; বড়; একটা।
প্রশ্ন :
নিচের অনুচ্ছেদ থেকে ব্যাকরণিক শব্দশ্রেণি খুঁজে বের করো।
লুসাই পাহাড় থেকে ধেয়ে আসছে কর্ণফুলী। ছল ছল বেগে সে ছুটে চলছে। বুকে তার প্রবল স্রোতোধারা। বাহ! কী চমত্কার তার ছুটে চলা।
উত্তর: ব্যাকরণিক শ্রেণি: লুসাই পাহাড়=বিশেষ্য; ছল ছল=ক্রিয়া বিশেষণ; তার = সর্বনাম; প্রবল=বিশেষণ;।
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা